বাংলা হান্ট ডেস্কঃ বুধবার চেন্নাইয়ের চিপকে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র 120 রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 9 উইকেট হাতে রেখেই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার আইপিএলে এটিই হায়দ্রাবাদ এর প্রথম জয়। হায়দ্রাবাদের প্রথম জয় এলো চতুর্থ ম্যাচে।
এই ম্যাচে ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন পাঞ্জাব কিংসের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। এই নিয়ে তিনবার কোন রান না করে প্যাভিলিয়নে ফিরে এলে নিকোলাস পুরান। এরই সাথে আরও একটি লজ্জাজনক রেকর্ড করলেন নিকোলাস পুরান।
আইপিএলের ইতিহাসে নিকোলাস পুরানই একমাত্র ক্রিকেটার যিনি 2 বলে 0 রান 1 বলে 0 রান এবং কোন বল না খেলেই 0 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচে রান নেওয়ার সময় ক্রিস গেইল এবং নিকোলাস পুরান এর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কোন বল না খেলেই রান আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যেতে হয় নিকোলাস পুরানকে।