বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, প্রেম নাকি বয়স দেখে না। আর একথা কার্যত অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাসের ক্ষেত্রে। ভারতীয় সুন্দরী, বলিউড ডিভা প্রিয়াঙ্কার প্রেমে যে এমন ভাবে পড়বেন মার্কিন পপ তারকা নিক জোনাস, তা কেই বা ভেবেছিল! কিন্তু ওই যে কথায় আছে, জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। না একথা আমরা বলছি না। খোদ প্রিয়াঙ্কাই (Priyanka Chopra) মনেপ্রাণে বিশ্বাস করেন একথা।
প্রথম কোথায় দেখা হয় নিক প্রিয়াঙ্কার (Priyanka Chopra)?
নিক প্রিয়াঙ্কার প্রথম দেখা ২০১৭ সালের অস্কারের আফটার পার্টিতে। তবে তার কিছু মাস আগেই নাকি টুইটারে প্রিয়াঙ্কাকে (Priyanka Chopra) মেসেজ পাঠিয়েছিলেন নিক। কিন্তু যদি ভেবে থাকেন যে গল্পটা এখান থেকেই শুরু, তাহলে ভুল করবেন। ভুলটা প্রিয়াঙ্কাও করেছিলেন। তবে পরে তাঁর ভুল ভাঙে। তিনি জানান, প্রায় ২০ বছর আগে প্রথম মিস ওয়ার্ল্ডের মঞ্চে তাঁকে প্রথম দেখেছিলেন নিক।
পুরনো স্মৃতি রোমন্থন অভিনেত্রীর: সম্প্রতি একটি টক শোতে এ বিষয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। তিনি জানান, ভাগ্যে যা লেখা আছে, নির্ধারিত সময়ে ঠিক সঠিক মানুষটার সঙ্গে দেখা হবে। একথা তিনি বিশ্বাস করেন। তাঁর আর নিকের দেখা হওয়াটাও ভাগ্যে ছিল বলে মন্তব্য করেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা (Priyanka Chopra) জানান, তিনি যখন মিস ওয়ার্ল্ড জেতেন তখন তাঁর বয়স সবে ১৮ হয়েছে।
আরও পড়ুন : এ যে উলটপুরাণ! বচ্চন পরিবারের এই সদস্যের শিক্ষাগত যোগ্যতা সবথেকে কম, নামটা শুনলে বিশ্বাসই হবে না!
প্রিয়াঙ্কাকে টিভিতে দেখেন নিক: ২০ বছর পর প্রিয়াঙ্কার শাশুড়ি তাঁকে জানান, তাঁদের গোটা পরিবার তাঁকে মিস ওয়ার্ল্ডের মঞ্চে জিততে দেখেছেন। স্বাভাবিক ভাবেই কথাটা শুনে চমকে উঠেছিলেন প্রিয়াঙ্কা.(Priyanka Chopra)। কিন্তু নিকের মা জোর দিয়ে জানান, তাঁর স্পষ্ট মনে আছে সেদিনের কথা। নিকের বয়স তখন মাত্র ৭। তাঁর দুই দাদাও ৮-৯ এর আশেপাশে। নিকের ঠাকুরদা এই ধরণের সৌন্দর্য প্রতিযোগিতা দেখতে খুব পছন্দ করতেন। তিনি সেদিন মিস ওয়ার্ল্ডের শোটাই দেখছিলেন। তখনই নিক সেই ঘরে আসেন। তিনিও প্রিয়াঙ্কাকে (Priyanka Chopra) সেরার শিরোপা পেতে দেখেছিলেন। তখন কে জানত, ভবিষ্যতে এঁরাই হবেন পরস্পরের জীবনসঙ্গী!
আরও পড়ুন : শাড়িতে আসল সোনার জরি! ঐশ্বর্যর সঙ্গে বিশেষ মিল শোভিতার বিয়ের লুকে, দুটি শাড়ির দাম কত জানেন?
নিকের থেকে প্রায় ১১ বছরের বড় প্রিয়াঙ্কা। তাঁদের বিয়ের সময় এ নিয়ে কম ট্রোলিং হয়নি। কিন্তু সমস্ত সমালোচনা, কটাক্ষ উড়িয়ে দিয়ে মেয়েকে নিয়ে দিব্যি সুখে সংসার করছেন নিক প্রিয়াঙ্কা।