প্রাণখোলা হাসি, প্রিয়াঙ্কা সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন নিক

বাংলাহান্ট ডেস্ক: ২০১৮ তে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। নিজের থেকে বয়সে ছোট নিককে বিয়ে করায় বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। এমনকি এখনও তাঁদের নিয়ে ট্রোল অব্যাহত রয়েছে। তবে সেসবকে কোনও কোনওদিনই পাত্তা দেননি অভিনেত্রী। একে অপরের সঙ্গে দিব্যি সুখেই রয়েছেন। সংসারও করছেন চুটিয়ে। পাশাপাশি স্বামীর গানের ভিডিওতে অভিনয়ও করছেন।

rs 600x600 191226034818 600 nick jonas priyanka chopra christmas EB 12 27 2019

সম্প্রতি তেমনই একটি নতুন গানের ভিডিওতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ‘হোয়াট এ ম্যান গট্টা ডু’ নামে এই গান গেয়েছেন জোনাস ব্রাদার্স অর্থাৎ জো জোনাস, নিক জোনাস ও কেভিন জোনাস। তাঁদের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাঁদের স্ত্রীদেরও। এবার সেই গানেরই একটি দৃশ্যের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন নিক। প্রিয়াঙ্কার সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় তাঁকে দেখা যাচ্ছে ছবিতে।

https://www.instagram.com/p/B7rQ7zHnOpP/?utm_source=ig_web_copy_link

ছবির ক্যাপশনে নিক লিখেছেন, “মাই ফেভারিট লাফ”। ছবিতে প্রিয়াঙ্কা-নিক দুজনকেই দেখা গিয়েছে প্রাণখোলা হাসিতে ভেসে যেতে। আসলে টম ক্রুজ ও রেবেকা ডি মোরনে অভিনীত ‘রিস্কি বিজনেস’ ছবির অনুকরণেই এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন নিক-প্রিয়াঙ্কা। জোনাস ব্রাদার্সের নতুন গান ‘হোয়াট এ ম্যান গট্টা ডু’তে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন জো জোনায়ের স্ত্রী সোফি টার্নার ও কেভিন জোনাসের স্ত্রী ড্যানিয়েল জোনাস। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও জোনাস ব্রাদার্সের ‘সাকার’ মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁদের।

https://www.instagram.com/p/B7ZSk5zjm1z/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, সম্প্রতি ‘দ্য হোয়াইট টাইগার’ ছবির শুটিং শেষ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজকুমার রাও ও আদর্শ গৌরব। অরবিন্দ আদিগার ম্যান বুকার পুরস্কার জয়ী উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। পরিচালনা করছেন রামিন বাহরানি। নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর