রবি শাস্ত্রী ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদ ছাড়তে চলেছেন ভারতের আরেক কোচ, দুঃসংবাদ কোহলিদের জন্য

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই একদিকে যেমন টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি, তেমনি অন্যদিকে মেয়াদ শেষ হচ্ছে কোচ রবি শাস্ত্রীরও। তাই ভারত এবার পেতে চলেছে নতুন হেড কোচ। যদিও এই পদ কে গ্রহণ করবেন তা নিয়ে এখনও যথেষ্ট জল্পনা রয়েছে। তবে এর মধ্যেই দুঃসংবাদ রয়েছে, আরও এক বিশিষ্ঠ কোচ এবার ভারতের সঙ্গ ছাড়তে চলেছেন।

ভারতের ‘মেন্টাল স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং’ কোচ ছিলেন নিক ওয়েব। শংকর বসুর জায়গায় ২০১৯ সালে নিউজিল্যান্ডের এই বিশেষজ্ঞকে ভারতীয় দলে কাজ করার সুযোগ দেওয়া হয়। তারপর থেকে নিকের সময় কালে একাধিক বড় সিরিজ জয় করেছে ভারত। তার মধ্যে একদিকে যেমন রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ জয় তেমনি অন্যদিকে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্যও কোয়ালিফাই করেছিল দল। তবে এই নিক ওয়েব এবার ভারতীয় দলের সঙ্গ ছাড়তে চলেছেন।

তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডে করোনার কারণে আরোপিত বিধিনিষেধের কারণে, টি -টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি তার চুক্তি বাড়াতে পারবেন না। তিনি আরও জানান, “গত দুই বছরে আমি ভারত, বিসিসিআই এবং টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এই সময়ে আমরা একটি দল হিসেবে অনেক অর্জন করেছি। আমরা ম্যাচ হেরেছি এবং জিতেছি। তবে ধারাবাহিকভাবে চ্যালেঞ্জ গ্রহণ করা এবং ভালো পারফর্ম করা সত্যিই দারুণ ছিল।”

Nick

কিন্তু পরিবারের থেকে এর বেশি আর দূরে থাকতে চান না নিক। গত ৮ মাস ধরে পরিবারের সঙ্গে সেভাবে সময় কাটাতে পারছেন না তিনি। আর সেই কারণেই এবার পরিবারকে প্রাধান্য দিতে ভারতীয় দলের সঙ্গ ছাড়ছেন তিনি। যদিও তিনি জানিয়ে দিয়েছেন, যেকোনও প্রয়োজনে ভারতের দলের জন্য কাজ করবেন তিনি। তার কোনরকম পরামর্শের যদি প্রয়োজন হয়, এক কথায় তা দিতে রাজি আছেন তিনি। নিক জানান, এখন তার প্রধান লক্ষ্য হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবটুকু উজাড় করে দেওয়া।

 

Abhirup Das

সম্পর্কিত খবর