বাংলা হান্ট ডেস্কঃ এবার ১৫ দিন না একবারে ৩০ অক্টোবর মানে একমাস বাড়ল রাজ্যের বিধিনিষেধের সময়সীমা। টনে পুজোর দিনগুলিতে বাঙালীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করল রাজ্য। পুজোর কটা দিন রাতের কারফিউ থেকে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা।
তবে, লোকাল ট্রেন চালানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি নবান্ন। এরফলে এটা ধরে নেওয়া যায় যে, আপাতত বাংলায় লোকাল ট্রেন চলবে না। বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে জারি নির্দেশিকা অনুযায়ী, গোটা অক্টোবর মাসে রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ বজাউয় থাকবে। তবে, পুজোর কটা দিনে ওই কারফিউ শিথিল করা হবে।
অক্টোবর মাসের ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত রাতে জান চলাচল ও মানুষের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা জারি থাকবে না। সরকারের এই সিদ্ধান্তে বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে অনেকটাই খুশির জোয়ার নেমে এসেছে।
তবে, বাংলায় এখুনি চলবে না লোকাল ট্রেন। করোনার ভ্রূকুটি রুখতে মে মাস থেকেই রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। করোনার প্রকোপ কিছুটা কমার পর দিকে দিকে লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভও দেখানো হয়েছে। তবে তাতে বরফ গলেনি। আপাতত বন্ধই থাকছে ভারতের লাইফ-লাইন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজও এখন খোলা হচ্ছে না।