উত্তরপ্রদেশের হাথরস কান্ড নিয়ে লাগাতার পতিক্রিয়া আসছে। কংগ্রেস নেতা নিজাম মালিক হাথরস নিয়ে মন্তব্য করেছিলেন যারপর উনাকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস নেতা বলেছিলেন, যে ব্যাক্তি অভিযুক্তের মাথা কেটে আনবে তাকে উনার সমাজ ১ কোটি টাকা পুরস্কার দেবে। এমন মন্তব্য সামনে আসতেই পুলিশ মামলা দায়ের করে এবং নিজাম মালিককে গ্রেফতার করে।
নিজাম মালিক কংগ্রেসের জেলা সভাপতি। নিজাম মালিক হাথরস নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে নিজাম মালিক বলেছেন- যে শয়তানরা ধর্ষণ করেছে আমি আমার সমাজের হয়ে তাদের ফাঁসির দাবি করছি। আর যে ব্যাক্তি অভিযুক্তের মাথা কেটে আনবে তাকে আমাদের সমাজ ১ কোটি টাকা পুরস্কার দেবে।
https://twitter.com/sachingupta787/status/1312634726457331712?s=19
বক্তব্য বিতর্কিত হওয়ায় ভিডিও ভাইরাল হয়ে পড়ে এবং পুলিশ মামলা দায়ের করে কংগ্রেস নেতাকে গ্রেফতার করে। বুলন্দশহর পুলিশ টুইট করে জানিয়েছেন যে কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস নেতা তার বক্তব্যে জাতিবাদকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
उक्त संबंध में तत्काल थाना खुर्जानगर पर समुचित धाराओं में अभियोग पंजीकृत कर अभियुक्त को गिरफ्तार कर लिया गया है।
— Bulandshahr Police (@bulandshahrpol) October 4, 2020
জানিয়ে দি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরস কান্ড নিয়ে CBI তদন্তের নির্দেশ দিয়েছে।
নির্যাতিতার বাবা CBI তদন্তের দাবি করেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই দাবি মেনে নিয়েছেন।