ফের বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত, মেরি কমের পর এবার বিশ্ব জয় নিখাত জারিনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এক সপ্তাহও হয়নি, থাইল্যান্ড থেকে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে পদক জিতে ভারতকে গর্বিত করেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকারা। থাইল্যান্ডে পর এবার তুরস্কে রচিত হল ইতিহাস। মজার ব্যাপার হল যে তুরস্কে পঞ্চম ভারতীয় মহিলা বক্সার হিসাবে থাইল্যান্ডেরই জিতপং জুতামাসকে হারিয়ে বিশ্ববিজেতা হলেন নিখাত জারিন। ফাইনালে তিনি ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮ ফলে থাই প্রতিপক্ষকে পরাজিত করেন।

জিতপং-কে হারানোর কাজটা একেবারেই সোজা ছিল না। কারণ তিন বারের বিশ্ববিজেতাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন থাই তারকা। কিন্তু ফাইনালে নিখাত শুরুটা করেছিলেন অত্যন্ত আগ্রাসীভাবে। প্রথম রাউন্ডে নিখাতের আগ্রাসন দেখে দ্বিতীয় রাউন্ডে পাল্টা আক্রমণের নীতি বেছে নিয়ে নিখাতকে মাত দেন জিতপং। ম্যাচ এই মুহূর্তে উত্তেজনার চরমে ছিল। কিন্তু তৃতীয় রাউন্ডে ফের আগ্রাসনের রাস্তা ধরে ৫২ কেজি ফ্লাই ওয়েট বিভাগের খেতাবটি দখল করে নেয় বছর ২৫-এর নিখাত।

নিখাত একা নন, এই বিভাগে ভারত আগেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। নিখাত পঞ্চম বক্সার হিসাবে এই বিভাগ থেকে সর্বোচ্চ পদক নিয়ে ফিরছেন। তার আগে যারা এই বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন, তাদের প্রত্যেকেই পরবর্তীকালে ভারতের বক্সিং জগতের মসিহা হয়ে উঠেছেন। এই তালিকায় আছেন মেরি কম, সরিতা দেবী, লেখা কেসি ও জেনি আরএল।

তবে এই বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে একটি নয়, তিন তিনটি পদক নিয়ে ফিরছে ভারত। নিখাত জারিনের সাফল্য ছাড়াও মনীষা মৌন ৫৭ কেজি বিভাগে এবং পারভীন হুডা ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে সর্বোচ্চ পদক জয়ের নিরীখে রাশিয়া (৬০) এবং চিনের (৫০) পর তৃতীয় স্থানে রইলো ভারত (৩৯)।


Reetabrata Deb

সম্পর্কিত খবর