নুসরত অধ্যায়ের চির সমাপ্তি, নতুন বছরেই সৌরসেনীকে জড়িয়ে প্রেমে শিলমোহর নিখিলের!

বাংলাহান্ট ডেস্ক : সময় কারোর জন্যই থেমে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয় পুরনো ব্যথা, ক্ষত। মানুষ এগিয়ে যায় নতুনের দিকে। একই কাজ করেছেন নিখিল জৈনও (Nikhil Jain)। নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের তিক্ততা ভুলে ফের এক টলিউড নায়িকার সঙ্গেই সম্পর্কে জড়ালেন তিনি। নতুন বছরের শুরুতেই পড়ল শিলমোহর। সেই নায়িকা আর কেউ নয়, বরং স্বয়ং সৌরসেনী মৈত্র।

প্রেম করছেন নিখিল (Nikhil Jain) সৌরসেনী

গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। নুসরতের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নিখিলের (Nikhil Jain)। সৌরসেনীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও দীর্ঘদিনের। নিখিলের পোশাকের ব্র্যান্ডের মুখও হয়েছেন তিনি। সেই ব্র্যান্ডের শুটিংয়ে দুজনের বারাণসী যাওয়া গুঞ্জনের আগুনেই আরো ঘি ঢেলেছে। অবশেষে সমস্ত ফিসফাস, গুঞ্জনের অবসান ঘটিয়ে বর্ষবরণের রাতেই জল্পনায় শিলমোহর দিলেন অভিনেত্রী।

Nikhil jain is reportedly in relationship with sauraseni

বিশেষ ছবি শেয়ার অভিনেত্রীর: বর্ষবরণের রাতে যুগলে একটি পার্টিতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই একটি আদুরে ছবি ভাগ করে নিলেন সৌরসেনী। নিখিলের (Nikhil Jain) গলা জড়িয়ে ধরেছেন তিনি। অভিনেত্রীর তন্বী কোমরে হাত রেখেছেন নিখিল। পরস্পরের চোখে চোখ, মুখে হাসি। ছবির সঙ্গে সৌরসেনী লিখেছেন, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল’।

আরো পড়ুন :শটের মাঝে প্রসেনজিৎকে ‘হারামজাদা’ বলে গালিগালাজ! কী ঘটেছিল অনামিকা সাহার সঙ্গে?

অনেকদিনই সম্পর্কে আছেন তাঁরা: গুঞ্জন বলছে, ২০২৩ সালে বারাণসীতে ব্র্যান্ড শুট করতে গিয়েই নাকি পরস্পরের প্রেমে পড়েন নিখিল (Nikhil Jain) সৌরসেনী। তবে দুজনের কেউই সেকথা স্বীকার করেননি এতদিন কিন্তু নতুন বছরে নিখিলের সঙ্গে যেমন ছবি শেয়ার করলেন সৌরসেনী, তা দেখেই নেটিজেনরা বলছেন, এ প্রেম না হয়ে যায় না। আর তাতেই এবার শিলমোহরও দিয়ে দিলেন তাঁরা। 

আরো পড়ুন : শ্রেয়া বা সুনিধি নয়, দেশের সবথেকে ধনী গায়িকার সম্পত্তি ২০০ কোটিরও বেশি! চমকে দেবে নামটা

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে নুসরত জাহানের সঙ্গে বিয়ে হয়েছিল নিখিলের। সেই সূত্রে টলিপাড়াতেও বেশ পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। নুসরতের সঙ্গে বিচ্ছেদের পর থেকে দীর্ঘদিন চর্চায় ছিলেন নিখিল। নুসরত অনেকদিনই পেতেছেন অন্য সংসার। এবার মুভ অন করলেন নিখিলও।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর