ত্রিধার ভিডিওতে নিখিলের ‘ভালবাসা’, ব‍্যথা পেয়ে আরেক বঙ্গললনার প্রেমে মজলেন নুসরতের ‘প্রাক্তন’!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই সবাইকে চমকে নুসরত জাহান (nusrat jahan) ঘোষনা করেছিলেন নিখিল জৈনের (nikhil jain) সঙ্গে তাঁর বিয়েটা নাকি অবৈধ। দু বছর ধরে লিভ ইন রিলেশনে ছিলেন তাঁরা। উপরন্তু নিখিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন নুসরতের ভাবী সন্তান তাঁর নয়। এই বিতর্কের মাঝেই এবার গুঞ্জন শোনা গেল আরেক বঙ্গললনার প্রতি দুর্বল হয়েছেন নিখিল।

হঠাৎ কেন এই গুঞ্জন? কে এই বঙ্গললনা? তিনি হলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী (tridha choudhury)। আসলে সম্প্রতি বিশ্ব সঙ্গীত দিবসে একটি রিল ভিডিও শেয়ার করেছেন ত্রিধা। গোলাপি প্রিন্টের অফ শোল্ডার টপ ও কোমরে জড়ানো শুধু একটি কাপড়, এমন লুকেই একটি ছবি দিয়ে রিল ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। এই ভিডিওতেই ভালবাসার চিহ্ন অর্থাৎ ‘লাইক’ দিয়েছিলেন নিখিল। যদিও এখন সেই লাইকটি তুলে নিয়েছেন তিনি। তবে তার মধ‍্যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।


বিয়ে নিয়ে এই বিতর্কে নেটিজেনদের একরকম ‘হিরো’ হয়ে উঠছেন নিখিল। যত দিন যাচ্ছে নিখিলের ইনস্টাগ্রামে ততই বাড়ছে অনুগামীর সংখ‍্যা। প্রতিটি ছবিতেই উপচে পড়ছে ভালবাসা, প্রশংসা। নিখিলের এই যুদ্ধ অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছে। যেভাবে নিজেকে শক্ত রেখে লড়াই করছেন নিখিল তাতে মুগ্ধ নেটিজেনরা।

https://www.instagram.com/reel/CQY0_inAJGx/?utm_medium=copy_link

সম্প্রতি শরীরচর্চার পর তোলা একটি মিরর সেলফি শেয়ার করেছেন নিখিল। ক‍্যাপশনে লিখেছেন, ‘বৃষ্টি ছাড়া কিছুই বাড়ে না। জীবনের উপর আসা ঝড়কে স্বাগত জানাও।’ তাতে কমেন্টের ঢল নেমেছে অনুরাগীদের। একজন লিখেছেন, ‘ঝড় তোমার জীবন থেকে চলে গিয়েছে তাতেই ভাল। আর তাকে স্বাগত জানিও না।’

আবার একজন গর্জে উঠেছেন ছদ্ম নারীবাদীদের বিরুদ্ধে। তার অভিযোগ, বিষয়টা যদি উলটো হতো তাহলে তো এতক্ষণে ছদ্ম নারীবাদীরা ঝাঁপিয়ে পড়ে তাকে জেলে পাঠাতো। এবার সময় হয়েছে পুরুষদের পুরুষের জন‍্য সরব হওয়া উচিত। প্রায় প্রত‍্যেকের কমেন্টেই রিয়াক্ট করেছেন নিখিল।

X