নতুন নায়িকার সাথে বারাণসী পাড়ি নিখিলের, নুসরতকে ভুলে কি তবে চুটিয়ে প্রেম করছেন প্রাক্তন ‘স্বামী’?

বাংলাহান্ট ডেস্ক : কান পাতলেই শোনা যাচ্ছিল নানান গুঞ্জন। অবশেষে কী সেই গুঞ্জনেই পড়তে চলেছে সিলমোহর? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়। নতুন করে প্রেমে পড়েছেন শহরের এক নামী শাড়ি সংস্থার কর্ণধার।শীতের মরশুমে চুটিয়ে প্রেম করছেন তিনি। অভিনেত্রীকে নিয়ে পাড়ি দিয়েছেন বারাণসী।

টলিউডের এক নায়িকার সঙ্গে আবার জড়িয়ে গেল নিখিল জৈনের (Nikhil Jain) নাম। নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে বেশ কয়েক জন নায়িকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। কিন্তু প্রতিটি ঘটনায় নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন এই ব্যবসায়ী। তবে এবার কিছুই বলতে দেখা গেল না তাঁকে।

Ushasi nikhil

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নিখিল জৈন। আর সেই পোষ্টে চোখ রাখলেই বোঝা যাবে বর্তমানে বারাণসীতে রয়েছেন তিনি। ক্যামেরার পেছনে সেলেব্রিটি মেকআপ আর্টিস্ট সন্দীপ স্যান্ডি ঘোষাল। অর্থাৎ বোঝাই যাচ্ছে তাঁর ব্রান্ডের ফটোশুটের জন্যই বারাণসী গিয়েছেন নিখিল।

তবে টলি পাড়ার অন্দরমহল সূত্রে জানা যাচ্ছে, নিখিল জৈন নাকি তাঁর শাড়ির ব্র্যান্ডের পরবর্তী মুখ করতে চান সৌরসেনী মৈত্রকে (Sauraseni Maitra)। ইতিমধ্যেই এই মডেল তথা অভিনেত্রীর সঙ্গে নিখিল জৈন কাজ করে ফেলেছেন। এবার পরবর্তী ফটোশুটের জন্যই বারাণসী পাড়ি দেওয়া। আর এরই মাঝে নিখিল-সৌরসেনী সম্পর্কের গুঞ্জন মাথাচারা দিয়ে উঠছে।

sauraseni

তবে এই প্রথম নয় এর আগেও নিখিলের সঙ্গে নাম জড়িয়েছিল  অভিনেত্রী সৌরসেনীর। কাজের সূত্রে লন্ডনে গিয়েছিলেন সৌরসেনী মৈত্র। আর সেখানে নাকি হাজির হয়েছিলেন নিখিল। অভিনেত্রীর শ্যুটিং থাকলেও ঠিক কী কাজে লন্ডনে যেতে পারেন নিখিল, সে সম্পর্কে কারও বিশেষ ধারণা ছিলনা। তখন কার ধামাচাপা পরে গিয়েছিল এই বিষয়। তবে এবার বারাণসী যাওয়া নিয়ে ফের মাথাচারা দিয়ে উঠল নিখিল-সৌরসেনী সম্পর্কের গুঞ্জন।

additiya

সম্পর্কিত খবর