পয়লা বৈশাখে ব্র‍্যান্ডের ফটোশুটে নেই নুসরত, স্ত্রীকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন নিখিল জৈন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈন (nikhil jain)। সৌজন‍্যে, দুজনের সংসার ভাঙার গুঞ্জন। ২০১৯ এ তুরস্কে রাজকীয় ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন নিখিল নুসরত। দু বছর কাটতে পারেনি এখনো, তার আগেই চিড় ধরেছে দুজনের সম্পর্কে। গুঞ্জন সত‍্যি করে অভিনেত্রী সাংসদ জানিয়েও দিয়েছেন আর একসঙ্গে থাকছেন না তাঁরা। তবে কারণটা জানাননি তিনি।

সম্প্রতি শোনা যায় নির্বাচনের পরেই নুসরতকে বিবাহ বিচ্ছেদ দেবেন নিখিল। এই বিষয়ে সংবাদ মাধ‍্যমকে তিনি বলেছেন, যেদিন বিবাহ বিচ্ছেদ হবে সেদিন তিনি ঠিক জানিয়ে দেবেন। কিন্তু এখনো সে সময় আসেনি।


এর আগে শোনা গিয়েছিল নুসরত জাহানের বদলে এবার রঙ্গোলি ইন্ডিয়ার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন শ্রাবন্তী। রঙ্গোলির হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে শ্রাবন্তীকে। রঙ্গোলির ৩১ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কিছু অফার সম্পর্কে ঘোষনা করতে দেখা যায় তাঁকে। সোশ‍্যাল মিডিয়াতেও অফিশিয়ালি রঙ্গোলি পরিবারে স্বাগত জানানো হয় শ্রাবন্তীকে। তবে নুসরতকে সরিয়ে ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর পদে শ্রাবন্তীই বসলেন কিনা তা অবশ‍্য জানা যায়নি।

এমনকি নিজের ভাবনাপ্রসূত ক্লোদিং ব্র‍্যান্ড ‘ইয়ুভ’ এর সঙ্গেও আর সম্পর্ক নেই নুসরতের। সেখানেও ভাগ বসিয়েছেন শ্রাবন্তী। ইয়ুভের শাড়িতে ফটোশুট করতে দেখা গিয়েছে তাঁকে। এবার পয়লা বৈশাখে নিখিলের ব্র‍্যান্ডের হয়ে ফটোশুট করতে দেখা গিয়েছে অন‍্য মডেল ও অভিনেত্রীদের।

আনন্দবাজার ডিজিটালকে নিজের তিনটি ব্র‍্যান্ডের পয়লা বৈশাখের পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে নুসরতের কথা উল্লেখ করেন নিখিল। নববর্ষে তাঁর ব্র‍্যান্ডের একটি শাখার উদ্বোধন হয় কলকাতায়। এই ব্র‍্যান্ডের মডেল হিসাবে দেখা যায় সৌরসেনী, তনুশ্রী ও তনিশাকে।

এই প্রসঙ্গে নিখিল বলেন, নুসরতের সঙ্গে তাঁর যদি সম্পর্ক থাকতো তাহলেও তাঁকে দিয়েই যে তিনি পয়লা বৈশাখের ফটোশুট করাতেন এমন কোনো কথা নেই। ব‍্যবসায় নতুন নতুন মুখ আনাতেই উন্নতি হয় বলে বিশ্বাস করেন বলে জানান নিখিল।

সম্পর্কিত খবর

X