‘প্রথমবার ভালোবেসে ছেড়ে এসেছিলাম…… ‘ ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন নীলাঞ্জনা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিনেতা যীশু সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনার (Nilanjanaa) দাম্পত্য জীবন। ইনস্টাগ্রামের পাতায় নীলাঞ্জনা (Nilanjanaa) নিজের নামের পাশ  থেকে সেনগুপ্ত পদবী সরিয়ে নেওয়ার পর থেকেই যিশুর সাথে তাঁর সম্পর্কে ভাঙন নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

ব্যক্তিগত জীবন নিয়ে অকপট নীলাঞ্জনা (Nilanjanaa)

যীশুর সাথে সম্পর্ক যখন টালমাটাল ঠিক তখনই ছোট পর্দায় প্রযোজক হিসাবে আবার  নতুন করে পথ চলা শুরু হল নীলাঞ্জনার (Nilanjanaa)। দুই মেয়ে সারা এবং জারার নামেই  নতুন প্রোডাকশন হাউজের নাম রেখেছেন ‘নিন্নি চিন্নি’জ মামাজ প্রোডাকশন।’ দুই মেয়েকে আঁকড়ে ধরেই এখন সবকিছু নতুন করে শুরু করছেন নীলাঞ্জনা।

ইদানিং ছোট পর্দায় প্রযোজক হিসেবে প্রভাব বিস্তার করলেও একটা সময় অভিনয়ের পাশাপাশি মডেলিং করেও দর্শকদের মন জয় করেছিলেন। নীলাঞ্জনা। যীশু সেনগুপ্তের সাথে বিয়ের পর থেকে পাকাপাকিভাবে কলকাতায় থাকলেও নীলাঞ্জনার বড় হওয়া থেকে কেরিয়ার সবটা ঘিরেই রয়েছে  মুম্বাই।

সেখানেই হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন নীলাঞ্জনা। একটা সময় মডেল হিসেবে বেশ নামডাক হয়েছিল তাঁর।  কিন্তু পরবর্তীকালে অভিনেতা যিশু সেনগুপ্তকে ভালোবেসেই বিয়ে করেই নিজের কেরিয়ার, বাড়ি, মুম্বাই সব ছেড়ে চলে এসেছিলেন কলকাতায়। একসময় যার জন্য নিজের সবকিছু ছেড়েছিলেন আজ তাঁর সাথেই নীলাঞ্জনার সম্পর্ক নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরও পড়ুন : ‘দেবদাস’ সিনেমায় সত্যিই মদ্যপান করেছিলেন শাহরুখ, যার জন্য বড় মাশুল দিতে হয়েছিল অভিনেতাকে

সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামে একটি পডকাস্টে নিজের জীবনের নানান অজানা কথা শেয়ার করে নিয়েছিলেন নীলাঞ্জনা। তবে যীশুর সাথে দাম্পত্য জীবন নিয়ে স্পষ্টভাবে কিছু না জানালেও এদিন তিনি বলেছেন, ‘প্রথমবার কেরিয়ার ছেড়েছিলাম ভালোবেসে। মুম্বাই ছেড়ে কলকাতা চলে এসেছিলাম।  তারপর আর ফিরে গিয়ে বোম্বেতে টেলিভিশনের কাজ করার কথা ভাবেনি। যদিও সেই সুযোগ আমার কাছে ছিল। আমি একথা মাকেও বলেছিলাম কিন্তু মা বলেছিলেন দরকার নেই।’

তারপরে অবশ্য নিজের প্রযোজনা সংস্থা খোলেন নীলাঞ্জনা। কিন্তু সে সময় মেয়েরা বড় হচ্ছিলেন আর তাঁর স্বামী অর্থাৎ যীশু সেনগুপ্ত কাজের জন্য বেশিরভাগ  সময় বাড়ির বাইরেই থাকতেন। তাই নিজের কেরিয়ার নিয়ে আর ভাবার সময় পাননি নীলাঞ্জনা। তবে পরবর্তীকালে তিনি যখন প্রোডাকশন হাউজের কাজ শুরু করেছিলেন তখন নীলাঞ্জনার মা’ই তাঁকে আবার কাজ শুরু করতে বলেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Sreemoyee Piu (@straightupwithshree)

কিন্তু তখন নীলাঞ্জনা দেখেন তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন। আর তাঁর স্বামীও কাজের জন্য বাড়ির বাইরে যেতেন। তাই তখন বাধ্য হয়েই কাজ ছাড়ার  সিদ্ধান্ত নিয়েছিলেন নীলাঞ্জনা।  কিন্তু এদিন পডকাস্টের টিজারে মহিলাদের আয়ের প্রসঙ্গে নীলাঞ্জনা কে বলতে শোনা যায়, ‘আমি আমার মেয়েদেরও বলি, তোমরা কাজ ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নিতেই পারো। তবে সবসময় নিজের জন্য কিছু একটা করার চেষ্টা করো।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X