‘রাণী’ ভক্তদের জন্য বড় চমক! আসন্ন মেগায় অভীকার বিপরীতে থাকছেন এই জনপ্রিয় নায়ক

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অভীকা মালাকার (Abhika Malalkar)। স্টার জলসার ‘তোমাদের রাণী’ (Tomader Rani) সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিছুদিন আগেই সম্প্রচার শেষ হয়েছে এই মেগার। প্রথম সিরিয়ালেই অভীকার নিখুঁত অভিনয় মন ছুঁয়েছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের।

নতুন বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভীকার নায়ক হচ্ছেন কে?

বিশেষ করে এই সিরিয়ালের (Bengali Serial) নায়ক-নায়িকা দুর্জয়-রাণী-কে একেবারে চোখে হারান দর্শক। অনুরাগীরা ভালোবেসে তাঁদের নাম দিয়েছিলেন ‘দূর্জাণী’। তাই পছন্দের  সিরিয়াল শেষ হওয়ার পর  থেকেই মন খারাপ রাণী ভক্তদের। পর্দায় দুর্জয় – রাণীর রোম্যান্স দেখলেই মন গলে যেত দর্শকদের। টেলিভিশনের পর্দায় এই জুটিকে আরও একবার নতুন রূপে ফিরে পেতে চাইছেন দর্শক।

কিন্তু এখনও পর্যন্ত ‘দূর্জাণী’ জুটির কামব্যাক করার কোনো  খবর না থাকলেও  ইতিমধ্যেই জানা গিয়েছে টেন্ট প্রযোজনা  সংস্থার আসন্ন ধারাবাহিকের হাত ধরে আরও  একবার ছোটপর্দায় ফিরছেন দর্শকদের প্রিয় রাণী অভিনেত্রী অভীকা। খুব অল্প বয়সেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছে এই মিষ্টি নায়িকার। প্রথম সিরিয়াল সুপারহিট হওয়ার পর দর্শকরা এখন আরও একবার তাঁর কামব্যাক করার অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন : RG Kar কাণ্ডের প্রতিবাদ জানানোয় চরম হেনস্থা! কি প্রতিক্রিয়া ‘কার কাছে কই’-এর বিদিশা স্নেহার?

জানা যাচ্ছে, এই আসন্ন মেগা সিরিয়ালের অভীকার বিপরীতে থাকতে পারেন কালার্স বাংলার ‘রামকৃষ্ণ’ খ্যাত অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। টেলিভিশনের পর্দায় কিছুদিন আগেই শেষ হয়েছে নীলাঙ্কুর অভিনীত মেগাও। সব ঠিক থাকলে এবার আসন্ন নতুন মেগায়  প্রথমবারের মতো একসাথে দুটি বাঁধতে চলেছেন অভীকা-নীলাঙ্কুর ।

Durjani

তবে খবর সত্যি কিনা তা যাচাই করার জন্য আজকাল ডট ইন-এর তরফে এদিন যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল খোদ অভিনেতার সাথে। কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি। টেলিপাড়া  সূত্রে খবর আসন্ন মেগা সিরিয়ালে অভীকাকে  সম্ভবত কোন গ্রাম বাংলার মেয়ের চরিত্রে দেখা যাবে। তবে এই  আসন্ন মেগা কোন চ্যানেলে আসবে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়ে ওঠেনি।

 


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর