বাংলাহান্ট ডেস্ক : আমবাগানে দাপিয়ে বেড়াচ্ছে নীলগাই (Nilgai)। নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এলাকার বাসিন্দারা। হঠাৎই নীল গাইয়ের দেখা মিলল মালদার (Malda) আমবাগানে। ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা গ্রামের ঘটনা। প্রথমে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না গ্রামবাসীরা। বাগান জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে নীল গাই। এই খবর ছড়িয়ে পড়তে নীল গাই দেখতে ভিড় জমান বহু মানুষ। অনেকে এই নীল গাইকে ছুঁয়ে দেখতেও চেষ্টা করেন।
শেষবার এলাকাবাসী নীলগাই দেখতে পেয়েছিলেন গত বছর মে মাস নাগাদ। তখন ঘটনাস্থল ছিল হরিশচন্দ্রপুরের কনকনিয়া এলাকা। নীল গাইয়ের বেশি দেখা পাওয়া যায় উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের জঙ্গলে। এছাড়াও কিছু নীল গাই রয়েছে মালদার আদিনা ডিয়ার পার্কেও। মালদার মানুষের কাছে নীল গাই নতুন কিছু নয়। ডিয়ার পার্কে নীলগাই থাকার কারণে বহু মানুষ আগে প্রত্যক্ষ করেছেন তাদের। কিন্তু অনেকেই ভাবতে পারেননি এভাবে বাড়ির কাছাকাছি চলে আসবে নীল গাই।
কিন্তু নীল গাই এল কোথা থেকে? আমজামতলা গ্রামের ধার দিয়ে মহানন্দা নদী চলে গেছে। নদী পার করে ঘন জঙ্গল রয়েছে বাংলাদেশ সীমান্ত ওই এলাকায়। অনেকের ধারণা সেখানে থাকতে পারে নীল গাই। সীমান্তবর্তী ওই এলাকায় বহু জায়গায় নেই কাঁটাতার। ফলে খুব সহজেই বাংলাদেশ থেকে এদেশে আসা সম্ভব। স্থানীয়রা অনুমান করছেন নদীতে এই সময় জল কম থাকায় বাংলাদেশ (Bangladesh) থেকে ওই নীল গাই চলে এসেছিল মালদায়।
এই গ্রামে সুকুমার সাহা নামে এক বাসিন্দার বাড়িতে রয়েছে নার্সারি। সেখানেই প্রথম দেখা যায় নীল গাইকে। সুকুমার বাবু বলেছেন, “অন্যান্য দিনের মতো কাজ করছিলাম নার্সারিতে। আম বাগানে দেখি হরিণের মতো কোনো প্রাণী ঘোরাঘুরি করছে। কাছে যেতে বুঝলাম এটা নীল গাই।” নীল গাই দেখতে সুকুমার সাহার বাড়িতে ভিড় করেন বহু মানুষ। খবর যায় আশপাশের গ্রামে। কেউ টোটো ভাড়া করে, কেউ বাইক নিয়ে আমজামতলায় ভিড় করেন। অনেকে চোখের সামনে নীলগাই দেখে মোবাইলে ছবিও তোলেন।
হঠাৎ নীলগাইয়ের দর্শন মিলল মালদার আমবাগানে, হুলুস্থুল এলাকা জুড়ে pic.twitter.com/aLtvRlgca1
— Bangla Hunt (@BanglaHunt) March 8, 2023
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সীমান্ত লাগোয়া গ্রাম। আমাদের জেলায় নীল গাই আদিনা ডেয়ার পার্ক ছাড়া কোথাও নেই। কিন্তু, সেখান থেকে নীল গাই আসার কোনও সম্ভাবনা নেই। এখন সীমান্তের ওপারে বাংলাদেশ। সেখানকার জঙ্গল থেকে নদী পেরিয়ে এই নীল গাই এখানে আসার সম্ভাবনা রয়েছে। তবে দপ্তরের কর্মীরা আসার আগেই সেখান থেকে চলে যায় নীল গাই। এরপর খোঁজাখুঁজি করেও তার আর সন্ধান পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে নীল গাইটি ফিরে গেছে বাংলাদেশে।