‘নিম ফুল’এর বর্ষাকে বাস্তবে চেনেন? রইল জি বাংলার সেরা ননদের আসল পরিচয়

বাংলাহান্ট ডেস্ক : মাত্র কিছুদিনের মধ্যেই টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু'(Nim Fuler Madhu)। মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন রুবেল দাস (Rubel Das) এবং পল্লবী শর্মা (Pallabi Sharma)। সংসারের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই সিরিয়ালে (Bengali Serial)। কেবলমাত্র নায়ক নায়িকা নয়। দর্শকদের মনে জায়গা করেছে এই ধারাবাহিকের পার্শ্ব চরিত্রগুলিও।

বর্তমানে সাংসারিক কূটকাচালির পথ অবলম্বন করতে চাইছে না বাংলা ধারাবাহিক নির্মাতারা। তবে সে রাস্তা অবলম্বন না করে একটু অন্যরকম রাস্তায় হেঁটেই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের গল্প লিখেছেন নির্মাতারা। দর্শকরা বেশ পছন্দ করেছেন বর্ষা চরিত্রটি। অনেকেই তাঁকে দিয়ে ফেলেছেন সেরা ননদের তকমা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য।

Shaili Bhattcharjee

ছোট থেকেই পুরুষতান্ত্রিক সমাজে বড় হয়ে উঠেছে বর্ষা। কিন্তু তাঁর বৌদিভাই পর্না এসে যেন বদলে দিয়েছে সবকিছুই। আর সে কারণেই সে হয়ে উঠেছে বৌদি ভাইয়ের রক্ষাকবচ। মাঝেমধ্যেই মা এবং দাদার বিরুদ্ধে গিয়ে বৌদি ভাইয়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। তবে পর্দার বর্ষা আর বাস্তবের বর্ষার মধ্যে ঠিক কতটা মিল রয়েছে? এই প্রশ্ন জেগেছিল বহু দর্শকের মনে। এক সাক্ষাৎকারে সেই উত্তর নিজেই দিলেন অভিনেত্রী।

Shaili Bhattcharjee

টলিউড ফোকাস কলকাতা নামক একটি ইউটিউব চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। সেখানেই তিনি বলেন, ‘সিরিয়ালে সারাক্ষণ অবহেলার মধ্যে বড় হলেও বাস্তব জীবনটা কিন্তু আমার একেবারেই অন্যরকম। আমি বাড়ির সকলের কাছেই ভীষণ আদরের। আমাকে সবাই খুব ভালোবাসে’।

ছোট থেকেই অভিনয় শুরু করেছিলেন শৈলী ভট্টাচার্য। তবে ওয়েব সিরিজ ‘শব চরিত্র’-এ অভিনয় করে তিনি পাকাপাকিভাবে দর্শকদের মনে জায়গা করে নেন। যদিও অভিনেত্রীর কথায়, ‘মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে এই ওয়েব সিরিজের বেশ কিছু অংশ। আর তা দেখেই রেগে যান দর্শকেরা’। তবে বর্তমানে অভিনেত্রীর জনপ্রিয়তা যে বেড়েছে তা বোঝা যায় তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে।

Avatar
additiya

সম্পর্কিত খবর