সিরিয়াল শুরুর আগেই বিয়ে, শ্বেতাকে ভুলে পল্লবীর গলায় মালা দিলেন রুবেল!

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’তে জুটি বাঁধতে চলেছেন রুবেল দাস (Rubel Das) এবং পল্লবী শর্মা (Pallavi )। এ খবর তো অনেক পুরনো। আগামী ১৪ নভেম্বর থেকে ‘মিঠাই’ এর জায়গায় পথচলা শুরু করতে চলেছে সিরিয়ালটি। প্রোমো থেকেই বোঝা গিয়েছে পারিবারিক গল্প উঠে আসবে সিরিয়ালে। বিয়েও দেখানো হয়ে গিয়েছে পর্ণা এবং সৃজনের। এখনো সিরিয়াল শুরুও হতে পারেনি, এর মধ‍্যে বাস্তবিকই মালাবদল করে নিলেন রুবেল পল্লবী!

বিয়ে দিয়েই শুরু হয়েছে নিম ফুলের মধুর প্রোমো। উত্ত‍র কলকাতার বনেদি পরিবারের ছেলে সৃজনের সঙ্গে নিউক্লিয়ার ফ‍্যামিলির মেয়ে পর্ণার বিয়ে হয় সম্বন্ধ করে। কিন্তু পর্ণা দুচোখে এক স্বপ্ন নিয়ে আসে আর বাস্তবে দেখে আরেক। শ্বশুরবাড়িতে ছেলেকে নিজের আঁচলে বেঁধে রাখেন শাশুড়ি মা। তেতো পেরিয়ে দাম্পত‍্য জীবনের মিঠের হদিশ পাবে কি পর্ণা? সিরিয়াল শুরু হলে মিলবে উত্তর।

Nim fuler modhu
কিন্তু সিরিয়াল শুরু হওয়ার আগেই পল্লবী রুবেলকে দেখা গেল বিয়ের সাজে। লাল টুকটুকে শাড়িতে অভিনেত্রী আর সাদা পাঞ্জাবিতে রুবেল। দুজনের গলাতেই মালা। ব‍্যাপারটা কী? শ্বেতাকে ছেড়ে শেষে পল্লবীকেই বিয়ে করে নিলেন নাকি রুবেল? নাহ, বিয়ে হচ্ছে বটে। তবে সেটা রুবেল পল্লবীর না, পর্ণা এবং সৃজনের।

আসলে এমন ভাবেই বিয়ের মেজাজে নিম ফুলের মধু সিরিয়ালের ঘোষনা করা হয়েছে নির্মাতাদের তরফে। রুবেল, পল্লবী তো বটেই, উপস্থিত ছিলেন লিলি চক্রবর্তী, অরিজিতা মুখোপাধ‍্যায় ছাড়াও আরো অনেকে। বেশ ধুমধাম করেই সিরিয়ালের ঘোষনা হয়েছে এদিন।

শুরুর আগেই দর্শকদের ব‍্যাড বুকে রয়েছে নিম ফুলের মধু। কারণ এই সিরিয়ালের জন‍্যই দীর্ঘদিনের আটটার স্লট ছেড়ে সরে যেতে হয়েছে মিঠাইকে। এদিন সংবাদ মাধ‍্যমের সামনে রুবেল বলেন, মিঠাই তাঁরও পছন্দের সিরিয়াল। দর্শকদের একটা বড় অংশ পছন্দ করে মিঠাই। তবে প্রতিটা সিরিয়ালের ভাগ‍্য আলাদা হয়। তাই অতটাও চাপ নিচ্ছেন না তিনি। অন‍্যদিকে পল্লবী বলেন, মিঠাইয়ের জায়গা নিতে নয়। নতুন ভাবে জায়গা করতে এসেছেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর