বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই অপেক্ষা শুরু হয় সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকা হাতে পাওয়ার। বিভিন্ন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা কে পাশ করল আর কে ফেল তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন দর্শকরাও। গত কয়েক সপ্তাহ ধরে বেশ কম নম্বর পেতে দেখা গিয়েছে সিরিয়াল গুলিকে। হুট করে অনেকটাই টিআরপি কমে গিয়েছিল প্রায় প্রতিটি সিরিয়ালের। তবে এ সপ্তাহে দেখা গেল কিছুটা নম্বর বাড়াতে পেরেছে জনপ্রিয় মেগা গুলি।
প্রথম পাঁচে স্টার জলসার একটি মাত্র সিরিয়ালই জায়গা পেয়েছে, অনুরাগের ছোঁয়া। প্রায় এক মাস ধরে বেঙ্গল টপার হচ্ছে সূর্য-দীপারা। বিগত কয়েক সপ্তাহে নম্বর লক্ষণীয় ভাবে কম থাকলেও এ সপ্তাহে ৯.০ টিআরপি নিয়ে প্রথম স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া। দু নম্বরে জি এর চ্যানেল টপার জগদ্ধাত্রী।
তবে অ্যাওয়ার্ড শোতে অধিকাংশ অ্যাওয়ার্ড নিজেদের ঝুলিতে ভরলেও টিআরপিতে কিন্তু গো হারান হারছে এই সিরিয়াল। প্রথম আর দ্বিতীয় স্থানের মধ্যে নম্বরের ফারাক বিস্তর। মাত্র ৮.৩ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে জগদ্ধাত্রীর। ভাল টিআরপি তুলে তিন নম্বরে উঠে এসেছে জি এর ‘নিম ফুলের মধু’। বাড়ি ভাগ বাঁচাতে পর্ণার কাণ্ডকারখানা বেশ উপভোগ করছে দর্শকরা। ফলস্বরূপ নিম ফুলের টিআরপি উঠেছে ৭.৮।
চার এবং পাঁচ নম্বর স্থানে যথাক্রমে গৌরী এলো এবং খেলনা বাড়ি। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৭ এবং ৭.৫। গৌরী ঈশানের মহামিলনে টিআরপি বাড়লেও খেলনা বাড়িতে মিতুলের দিনে ১৪ বার বিপদ টিআরপি আরো কমাচ্ছে। ছয় নম্বরে ৬.৭ পয়েন্ট নিয়ে রয়েছে স্টার জলসার পঞ্চমী। মাত্র এক নম্বরের জন্য পিছিয়ে সাতে জায়গা হয়েছে রাঙা বউ-এর।
মিঠাই আবারো নম্বর কমে পিছিয়ে পড়েছে বেশ খানিকটা। ৬.১ পয়েন্ট নিয়ে হরগৌরী পাইস হোটেলের সঙ্গে দশ নম্বর স্থানে জায়গা হয়েছে এই সিরিয়ালের। মিঠাইয়ের প্রতিদ্বন্দ্বী বালিঝড় এর অবস্থা অবশ্য আরো কাহিল। মাত্র ৩.৫ পয়েন্ট পেয়েছে স্টারের এই সিরিয়াল।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৯.০(প্রথম)
জগদ্ধাত্রী- ৮.৩ (দ্বিতীয়)
নিম ফুলের মধু- ৭.৮ (তৃতীয়)
গৌরী এলো- ৭.৭ (চতুর্থ)
খেলনা বাড়ি- ৭.৫ (পঞ্চম)
পঞ্চমী- ৬.৭ (ষষ্ঠ)
রাঙা বউ- ৬.৬ (সপ্তম)
মেয়েবেলা- ৬.৪ (অষ্টম)
বাংলা মিডিয়াম- ৬.২ (নবম)
মিঠাই, হরগৌরী পাইস হোটেল- ৬.১ (দশম)
দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-
অনুপমা- প্রথম (২.৯)
গুম হ্যায় কিসিকে পেয়ার মে- দ্বিতীয় (২.৭)
ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- তৃতীয় (২.৩)
ইমলি, ফালতু, পান্ডিয়া স্টোর- চতুর্থ (২.১)
ইয়ে হ্যায় চাহাতে- পঞ্চম (১.৯)