বিশ্বকাপের ম্যাচ চলাকালীন শ্যুটআউট! বাড়ির সামনেই গুলিবিদ্ধ ব্যক্তি

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাতে প্রায় গোটা দেশের নজর ছিল টিভির পর্দায়। ভারতের হাতে বিশ্বকাপ ট্রফি উঠবে কিনা তা দেখার জন্য মুখিয়ে ছিলেন প্রত্যেকে। সেই রাতেই রাজ্যে ফের শ্যুটআউটের (Nimta Shootout) ঘটনা ঘটল। বাড়ির সামনেই গুলিবিদ্ধ এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে আর জি কর হাসপাতালে ভর্তি তিনি।

গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের (North Dum Dum) নিমতা থানা এলাকায়। উত্তর দমদম পুরসভার ২৯ নং ওয়ার্ডের ফতুল্লাহপুর উত্তরপাড়া নিবাসী হাফিজুল শেখের ওপর গুলি (Shootout) চালানো হয়েছে। গতকাল রাতে নিজের বাড়ি বসে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখছিলেন তিনি। সেই সময় তাঁকে ফোন করে ডাকেন ফারুখ আহমেদ নামের এক পরিচিত। কিন্তু হাফিজুল বেরোতে চাননি। এরপর রাত ১০টা নাগাদ তাঁর বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করেন ফারুখ।

ডাকাডাকি শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন হাফিজুল। এরপরেই দু’জনের মধ্যে জোর বচসা শুরু হয় বলে খবর। কিছুক্ষণের মধ্যেই গুলির আওয়াজ পাওয়া যায়। তা শুনে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। হাফিজুলের স্ত্রী-ও তখন বেরিয়ে আসেন বলে খবর।

আরও পড়ুনঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে হাই কোর্টে মামলা, পুরসভার কাছে রিপোর্ট চাইতেই খুনের হুমকি প্রাক্তন DSP-কে!

এদিকে এলাকাবাসীদের দাবি, গুলি চালনার আগেই বেরিয়ে এসেছিলেন হাফিজুলের স্ত্রী। সেই সময় দু’জনের মধ্যে বচসা হচ্ছিল। ফারুখের হাতে তখন বন্দুক ছিল। তা দেখে ফারুখের ওপর ঝাঁপিয়ে পড়েন হাফিজুমের স্ত্রী। সেই সময়ই ধস্তাধস্তির মাঝে বন্দুক থেকে গুলি চলে যায়। সেই গুলি গিয়ে লাগে হাফিজুলের পেটে। তবে গুলি কে চালিয়েছে সেই বিষয়ে স্থানীয়রা নিশ্চিত নন বলে খবর।

Shootout

গুলি চালনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। নিমতা থানার পুলিশ তদন্তে নেমেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ফারুখ। কে গুলি চালালো এবং কেন গুলি চালালো সেই বিষয়টা এখনও পরিষ্কার নয় বলে খবর। তবে স্থানীয়রা জানাচ্ছেন, বিবাদমান দুই ব্যক্তির মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের আদি এবং আরেকজন নব্য শিবিরের অংশ। সেই সংক্রান্ত কোনও বিবাদের জেরেও গুলি চলে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর