রুদ্রর সঙ্গে বিয়ে হচ্ছে ধারার! প্রেম ভাঙার ব‍্যথায় চোখ ছলছল নীপার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটি সিরিয়ালের মধ‍্যে একাধিক চরিত্রের গল্প, এমনটা খুব যে কম দেখা যায় তা নয়। তবে ‘মিঠাই’ (mithai) এর মতো জমজমাট গল্প খুব কম সিরিয়ালেই রয়েছে। সেইজন‍্যই তো একটানা ৩৫ সপ্তাহ ধরে সর্বোচ্চ টিআরপি ধরে রেখেছে মোদক পরিবার। সিরিয়ালের মুখ‍্য চরিত্রে রয়েছে মিঠাই ও সিদ্ধার্থ। কিন্তু অন‍্য চরিত্রগুলোও একই রকম জনপ্রিয়। বিশেষ করে এসিপি রুদ্র (rudra)।

সিদ্ধার্থের কলেজ জীবনের বন্ধু সে। বেশ অনেকদিন আগেই গল্পে এনট্রি হয়েছে তার। সিরিয়ালে তাঁর জুটি হিসেবে দেখানো হচ্ছে নীপাকে (nipa)। সিডের একটি প্রোজেক্টে অভিনয় করতে গিয়ে রুডির স্টাইল দেখেই প্রেমে পড়ে যায় নীপা। তার এখন হাবুডুবু অবস্থা।


নীপার কাণ্ডকারখানা দেখে হল্লা পার্টির যেমন হতবাক দশা তেমনি বিষম খাওয়ার জোগাড় রুদ্ররও। নীপা কখনো শাড়ি পরে থানায় হাজির হচ্ছে আবার কখনো আনকোরা হাতে চা বানাতে গিয়ে চিনির বদলে দিয়ে ফেলে নুন। সব মিলিয়ে নাজেহাল অবস্থা রুডির। কিন্তু তাঁদের এই দুষ্টুমিষ্টি রসায়ন দারুন উপভোগ করছেন দর্শকেরা।

কিন্তু এখন নীপার অবস্থা বেশ করুণ। গল্পে নতুন এনট্রি হয়েছে আইপিএস অফিসার বসুন্ধরা ওরফে ধারার। রুদ্রর কাছে ট্রেনিংয়ের দৌলতে দুজনের মধ‍্যে একটা চোরা ভাললাগা রয়েছে। ঘটনাচক্রে এই ধারা আবার রাজীবের তুতো বোন। সে জন‍্য মোদক পরিবারের সঙ্গেও তার ভাল সম্পর্ক হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টা একেবারেই পছন্দ নয় নীপার। পদে পদে ধারার সঙ্গে রেষারেষি তার।

https://www.instagram.com/p/CW-X90fMCgR/?utm_medium=copy_link

এদিকে সিরিয়ালে সম্প্রতি দেখানো হয়েছে, এক দুষ্কৃতীকে ধরতে স্বামী স্ত্রীর ছদ্মবেশে অ্যাকশনে যাবে রুদ্র ও ধারা। আর সেকথা শুনেই কাঁদোকাঁদো নীপা। দিবাস্বপ্নও দেখে ফেলেছে সে, ধারা ও রুদ্রর বিয়ে হচ্ছে! ব‍্যস, সঙ্গে সঙ্গে কান্না। এদিকে নেটিজেনদের বক্তব‍্য, এখন তো পুরো ঘটনাটাই নীপার স্বপ্ন। কিন্তু যদি বাস্তবেই এমনটা হয় তাহলে কী হবে? আসলে নীপা রুদ্রর জুটিটা খুব ভালবেসে ফেলেছেন দর্শকরা। তাই অন‍্য কাউকে ‘রুডি বয়’ এর পাশে মোটেই পছন্দ নয় কারোর।

সম্পর্কিত খবর

X