বাংলা হান্ট ডেস্কঃ নির্ভয়া (Nirbhaya) কাণ্ডে দিল্লী হাইকোর্ট কেন্দ্র সরকারের সেই আবেদন নিয়ে আজ শুনানি করলো, যেখানে দোষীদের ফাঁসি আটকানোর নির্ণয়কে চ্যালেঞ্জ জানিয়েছিল। কেন্দ্র সরকারের আবেদনে সিদ্ধান্ত শোনানোর সময় বিচারক সুরেশ কুমার দোষীদের সমস্ত আইনি বিকল্প আগামী সাতদিনের মধ্যে ব্যবহার করার সময় দিয়েছেন।
এর সাথে সাথে আদালত কেন্দ্র সরকারের সেই আবেদনও খারিজ করে দেয়, যেখানে কেন্দ্র সরকার আবেদন করে বলেছিল যে, দোষীদের আলাদা আলাদা করে ফাঁসি দেওয়া হোক। এই আবেদনে রবিবার তিন ঘণ্টার বেশি চলা শুনানির পর বেঞ্চ সিদ্ধান্ত সুরক্ষিত রেখেছিল। সেই সময় আদালতে নির্ভয়ার মা-বাবাও উপস্থিত ছিলেন।
বিচারক বলেন, দোষীদের ফাঁসির সাজা পেতে যেন দেরি না হয়, সেই জন্য নতুন রণনীতি ঠিক করুন। আর এরজন্য সব দোষীকে সাত দিনের মধ্যেই তাঁদের সমস্ত রকম আইনি বিকল্প ব্যবহার করার আদেশ দিচ্ছি। আধিকারিকদেরও আইনের অনুসারে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে।