নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি দেওয়ার আবেদন জানালেন রাজ্যেরই এক যুবক

বাংলা হান্ট ডেস্ক : তিহার জেলে কোনও ফাঁসুরে নেই আর তাই তো চিন্তার ভাঁজ পড়েছিল জেল কর্তৃপক্ষের কপালেই, কারণ একটাই, কী ভাবে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে? কারণ ইতিমধ্যেই দেশের মধ্যে বিরলতম ঘটনায় নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত তাই তাঁদের ফাঁসি দেওয়া নিয়ে কার্যত চিন্তিত ছিল জেল কর্তৃপক্ষ।

কারণ এক দিনের জন্য কোনও ফাঁসি দেওয়ার লক্ষ্যে ভাড়া করা যায় না বা তেমন কোনও নিয়ম নেই, গত কয়েক দশক ধরে তিহার জেলে ফাঁসি দেওয়ার লোক নেই তবে বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এ বার অভিযুক্তদের ফাঁসি দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানালেন মেদিনীপুরের এক যুবক।1 5dec63d6e70f6

যুবকের নাম চিত্তরঞ্জন দাস, রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন ওই বছর পঁয়ত্রিশের যুবক এবং নিজের ইচ্ছের কথাও জানিয়েছেন। তবে তার এমন ভাবনা হওয়ার কারণ কী? পেশায় মালবাহী গাড়ির চালক হওয়ার সূত্রে তাঁকে বার বার দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়েছে আর সেখানে গিয়ে মহিলাদের ওপর অত্যাচার তিনি স্বচক্ষে দেখেছেন তাই তো অভিযুক্তদের নিজের হাতে শাস্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

তাঁর মতে ধর্ষণের মতো ঘৃণ্য কাজের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের কোনও দিনই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই তাই তো নিজে থেকে ফাঁসি দেওয়ার আর্জি জানিয়েছেন। 2012 সালে দিল্লিতে চলন্ত বাসে এক প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করা হয় তার পর তাঁকে খুন করা হয়েছিল আর তাই সেই মামলায় অভিযুক্তদের দেশের শীর্ষ আদালতের তরফে ফাঁসির সাজা শোনানো হয়েছে।

যদিও ইতিমধ্যেই এক অভিযুক্ত দিল্লির প্রশাসনের কাছে বোমা ভিক্ষা চেয়েছেন কিন্তু তা মঞ্জুর হয়নি তাই ওই অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবেই, তাই তো নিজে থেকে ফাঁসি দেওয়ার আবেদন জানালেন এই ব্যক্তি।

ad

সম্পর্কিত খবর