আদালতের রায়ে ক্ষোভে ফেটে পড়লেন নির্ভয়ার মা আশাদেবী

২২ শে জানুয়ারি নির্ভয়াকে গণধর্ষণ করা  চারজনকে ফাঁসি দেওয়ার কথা ছিলো। আদালতের রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন নির্ভয়ার মা আশাদেবী। কিন্তু কিছু সমস্যার কারনে তা পিছিয়ে দেওয়া হয়। পয়লা ফেব্রুয়ারি ফাঁসিতে ঝোলানোর  কথা হয়। কিন্তু এর মধ্যেই ওই চার দোষীদের মধ্যে একজন বিনয় শর্মা, তার আইনজীবী তিহাড় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন।

বলা হয় নির্ভয়াকাণ্ডের চার দোষীর মধ্যে একজনকে বিষ খাওয়ানো হয়। আর এরপরেই সেই নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। কারন এর আগে এর আগে নির্ভয়ার আরেক দোষী রাম সিং জেলের শৌচাগারে আত্মহত্যা করেছিল। এই প্রসঙ্গে  বিনয় শর্মার আইনজীবী বলেন বিনয়কে বিষ খাওয়ানো হয়েছে , আর এই বিষ খাইয়েছে  জেল কর্তৃপক্ষ। এর সেই কারনেই বিনয়ের শারীরীক অবস্থার অবনতি হয়েছে , পরের দিকে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

NN 2

 

 

 

 

তবে এতো কিছুর পর, সেই নিয়ে কোনও রিপোর্ট এখনও তিহাড় জেল কর্তৃপক্ষ পেশ করেনি। বারংবার এই ফাসি কেন পিছিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়ে ক্ষুদ্ধ দেশের আমজনগন। তাদের কাছে একটাই প্রশ্ন এই অত্যাচারিদের কেন ফাঁসি দেওয়া হচ্ছে না। চারজনকে ২০ ফেব্রুয়ারি ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করেছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু শুক্রবার তা খারিজ করে দেয় আদালত।  এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আজ আদালতের কাছে ক্ষমতা রয়েছে আর আমাদের কাছে সময় আছে।

কোথাও কোনও আবেদন বাকি পড়ে নেই। তারপরেও মৃত্যু পরোয়ানা জারি হল না।’ আশাদেবীর আরও অভিযোগ করেন, ‘এটা আমাদের প্রতি অবিচার। আমিও দেখব আদালত দোষীদের আর কতদিন সময় দেয়, আর সরকারও তাদের কতদিন সমর্থন করে” ।    ১ ফেব্রুয়ারি  তাদের ফাঁসি হওয়ার কথা ছিলো। কিন্তু বারে বারে ফাঁসি পিছিয়ে দিতে  তত্‍‌পরতা চালিয়ে  গিয়েছে ওই চারজন। কিন্তু কতদিন আর এভাবে তারা পার পেয়ে যাবে সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে দেশের জনগন ।


সম্পর্কিত খবর