ফাঁসির দিন ঘোষণা, তবুও আত্মহত্যার চেষ্টা জেলে,নির্ভয়া কান্ডে বারবার পটো পরিবর্তনে অধৈর্য নির্ভয়ার মা!

 

বাংলা হান্ট ডেস্কঃ  এর আগেও এমন অভিযোগ উঠেছিল জেলের ভেতরে। কিন্তু ভারতবর্ষের আইনি জটিলতার বেড়াজাল থেকে বের হয়ে শাস্তির প্রক্রিয়া এতটাই ধীর গতির কিছু সময় তা অধৈর্য তা তাকে ও হার মানায়।

নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসির দিন ধার্য হয়েছিল ২২ জানুয়ারি। কিন্তু আইনি জটিলতায় সেই তারিখ এখন ক্রমশই পিছোতে শুরু করেছে। মুকেশের পাশাপাশি এবার বাকি ৩জনকেও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি পাঠাবার সুযোগ দিতে হবে।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে এত ধীর প্রক্রিয়ায় কাজ হলে এদের ফাঁসি হবে কবে? এদিকে এদিনই আবার জেলে আত্মহত্যার চেষ্টা করে নির্ভয়ার অপর ধর্ষক বিনয় শর্মা। আর এই খবর সংবাদমাধ্যমে আসতেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

Delhi gang rape accused 630 1

এদিকে এদিনই নির্ভয়া কাণ্ডের জীবিত চার ধর্ষক-খুনীর মধ্যে বিনয় শর্মা তিহার জেলে তার নিজের সেলে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গিয়েছে। যদিও সংশোধনাগার কর্তৃপক্ষ এই ঘটনার কথা অস্বীকার করেছে।

বিনয়ের আইনজীবি মারফত জানা গিয়েছে, শুক্রবার সকালে বিনয় চার নম্বর সেলে একাই ছিল। সেই সেলের মধ্যেই রয়েছে শৌচালয়। সেখানেই একটি লোহার আংটার মধ্যে দড়ি ঢুকিয়ে ফাঁস তৈরি করেছিল বিনয়। কিন্তু ফাঁস তৈরির সময়েই তা নজরে পড়ে যায় কারারক্ষীদের। তাঁরা দ্রুত ওই সেলে ঢুকে ওই দড়ি বাজেয়াপ্ত করে ও বিনয়কে অন্য সেলে ঢুকিয়ে দেয়।

এর আগে, ২০১৬ সালেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল বিনয়। কিন্তু ইতিমধ্যে এমন একটি খবর ঘোরাফেরা করছে যে নির্ভয়ার মা নাকি কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি ভোটে দাঁড়াচ্ছেন! যদিও তিনি এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ।

 

Udayan Biswas

সম্পর্কিত খবর