বাংলাহান্ট ডেস্ক : এনআইআরএফ ২০২৪ (NIRF Ranking 2024) প্রকাশ করল দেশের (India) সেরার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের (Institute) তালিকা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই তালিকা প্রকাশ করেন দিল্লির ভারত মণ্ডপমে। প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বাংলা (West Bengal) থেকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান (Institute) জায়গা পেয়েছে এই তালিকায়।
এনআইআরএফ ২০২৪ (NIRF Ranking 2024) তালিকা প্রকাশ
এনআইআরএফ ২০২৪ (NIRF Ranking 2024) প্রকাশিত দেশের সেরা কলেজের তালিকায় (College) প্রথম স্থান অর্জন করেছে দিল্লির হিন্দু কলেজ, দ্বিতীয় স্থানে মিরান্দা হাউস দিল্লি, তৃতীয় স্থানে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ, চতুর্থ স্থানে রামকৃষ্ণ মিশন বিবেকান্দ সেন্টেনারি কলেজ, পঞ্চম স্থানে আত্মনাম সনাতম ধর্ম কলেজ দিল্লি, ষষ্ঠ স্থানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, সপ্তম স্থানে PSGR কৃষ্ণাম্মাল কলেজ ফর ওয়েমস, কোয়েম্বাটুর, অষ্টম স্থানে চেন্নাইয়ের লয়োলা কলেজ , নবম স্থানে দিল্লির কিরোরি মাল কলেজ, দশম স্থানে দিল্লির লেডি শ্রীরাম কলেজ জায়গা পেয়েছে।
আরোও পড়ুন : হাতে আসবে ডবল রিটার্ন! LIC’র এই প্ল্যানেই হবে বাজিমাত! বিনিয়োগ করলেই সোনায় সোহাগা
এনআইআরএফ ২০২৪ (NIRF Ranking 2024) প্রকাশিত সেরা ১০ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের (Management College) তালিকায় রয়েছে – ১. আইআইএম আমেদাবাদ, ২. আইআইএম ব্যাঙ্গালোর, ৩. আইআইএম কোঝিকোড়, ৪. আইআইএম দিল্লি, ৫. আইআইএম কলকাতা, ৬.আইআইএম মুম্বই, ৭. আইআইএম, লখনউ, ৮. আইআইএম ইন্দোর, ৯. XLRI জামশেদপুর, ১০. আইআইটি বম্বে।
আরোও পড়ুন : সাবধান! এই মেসেজ এলেই চরম বিপদ! মুহূর্তেই ‘সাফ’ হয়ে যাবে SBI অ্যাকাউন্ট!সতর্কবাণী সরকারের
সেরা ১০ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের (Engineering College) তালিকায় রয়েছে – ১. আইআইটি মাদ্রাজ, ২. এআইআইটি দিল্লি, ৩. আইআইটি বম্বে, ৪. আইআআইটি কানপুর, ৫. আইআইটি খড়গপুর, ৬. আইআইটি রুরকি, ৭. আইআইটি গুয়াহাটি, ৮. আইআইটি হায়দরাবাদ, ৯. আইআআইটি তিরুচিরাপল্লী, ১০. আইআইটি বিএইচইউ বারাণসী। এনআইআরএফ ২০২৪ (NIRF Ranking 2024) প্রকাশ করেছে।
গবেষণা (Research) ক্ষেত্রে দেশের সেরা ৫ শিক্ষা প্রতিষ্ঠানের (Institute) তালিকায় রয়েছে – ১. আইআইএসসি বেঙ্গালুরু, ২. আইআইটি মাদ্রাজ, ৩. আইআইটি দিল্লি, ৪. আইআইটি বম্বে, ৫. আইআইটি খড়গপুর। এনআইআরএফ ২০২৪ (NIRF Ranking 2024) প্রকাশ করেছে।
এনআইআরএফ ২০২৪ (NIRF Ranking 2024) প্রকাশিত দেশের সেরা ৫ মেডিকেল কলেজের (Medical College) তালিকায় রয়েছে – ১. এইমস, দিল্লি, ২. PGIMER চণ্ডীগড়, ৩. ভেল্লোর ক্রিস্টান মেডিক্যাল কলেজ, ৪. NIMHNS বেঙ্গালুরু, ৫. JIPGMER পুদুচেরি।
এনআইআরএফ ২০২৪ (NIRF Ranking 2024) প্রকাশিত দেশের সেরা ৫ ডেন্টাল কলেজের (Dental College) তালিকায় রয়েছে – ১. চেন্নাইয়ের সবিতা ইনস্টিটিউ অফ মেডিক্যাল অ্যান্ড টেকনিক্যাল সায়ান্স, ২. মনিপাল কলেজ ডেন্টাল সায়ান্স, মনিপাল, ৩. দিল্লির মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়ান্স, ৪. লখনউয়ের কিং জ্জ মেডিক্যাল ইউনিভার্সিটি, ৫. ড.ডিওয়াই পাটিল বিদ্যাপীঠ পুনে।