‘মা সারদা জন্মগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রূপে’, বিতর্কিত মন্তব্য নির্মল মাজির

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কিত মন্তব্য এবং অদ্ভুত কার্যকলাপের জন্য একাধিক সময় খবরের শিরোনামে থাকেন তৃণমূল নেতা নির্মল মাজি। সেই ধারা বজায় রেখে পুনরায় একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিধাননগরের একটি মঞ্চ থেকে বক্তৃতা দিতে দেখা যায় তৃণমূল নেতাকে। এদিন মঞ্চ থেকে তিনি ‘মা সারদা দেবী’-র সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে আনেন। তাঁর মতে, “মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন মা সারদা।” তাঁর এই দাবি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

এই সংক্রান্ত একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে চলেছে, যেখানে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় নির্মল মাজিকে। এদিন মঞ্চ থেকে তিনি বলেন, “মা সারদা মারা যাওয়ার পূর্বে স্বামী বিবেকানন্দের শিষ্য ও সতীর্থদের কাছে কয়েকটি কথা বলে যান। তিনি বলেন যে, তাঁর মৃত্যু হয়ে গেলেও পরবর্তী জন্মে কালীঘাটের কালীতীর্থে জন্মগ্রহণ করবেন। পরের জন্মে ত্যাগ কর্মের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কথা বলেন তিনি।”

এই প্রসঙ্গটিকে টেনে এনে তৃণমূল নেতা বলেন, “সম্প্রতি আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাই এবং সকল সংখ্যা তত্ত্ব মিলিয়ে আপনারা বুঝতে পারবেন যে, এই যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন আসলে মা সারাদা। মা সারদাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে জন্মগ্রহণ করেছেন।”

সম্প্রতি তৃণমূল নেতা নির্মল মাজিকে নিয়ে বিস্তর বিতর্ক সৃষ্টি হয়। কলকাতা মেডিকেল কলেজের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও পরবর্তী ক্ষেত্রে তাঁকে গ্রামীণ হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে প্রথম থেকে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখে চলেছেন তিনি আর এদিন সেই সঙ্গে তিনি যোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম অষ্টমী-নবমী তিথিতে। এই তিথিতে যার জন্মগ্রহণ হয়, তিনি নবরূপে উন্মোচিত হয়। বর্তমান যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা, তিনিই সিস্টার নিবেদিতা।”

তবে ইতিমধ্যে তৃণমূল নেতার এই বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। এক্ষেত্রে অবশ্য তৃণমূল দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।


Sayan Das

সম্পর্কিত খবর