৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণ! বাজেটে তরুণদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর, জানুন কারা পাবেন

বাংলাহান্ট ডেস্ক : ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন, তখন থেকেই   দেশবাসীর আশীর্বাদে তিনি বড়  বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে চলেছেন। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-কে সামনে রেখে সরকার সেই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করেছে।

তবে বাজেটের দিন ঘোষণা হলেই সারা দেশের মানুষের চিন্তা থাকে সাধারণ মানুষ বাজেটে কি সুবিধা পেল আর কি কর তাদের ওপর চাপানো হল তা নিয়েই। তবে এবারের বাজেটে যে শুধু স্বাস্থ্য ,শিল্প, কর্মসংস্থান ,বিদ্যুৎ নিয়ে সরকার যে বিশেষ চিন্তা ভাবনা করেছেন তা কিন্তু নয়। এই অর্থ বর্ষের বাজেটে  গবেষণা ও উন্নয়ন খাতে ও বড়সড়  ঘোষণা করেছেন  নির্মলা সীতারমণ।

আরোও পড়ুন : মাস গেলে বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ, পাবেন ১ কোটি পরিবার! শুধু করতে হবে এই কাজ

তিনি জানিয়েছেন ৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার কথা কারণ এখনকার তরুণ প্রজন্ম ভীষণভাবে প্রযুক্তি নির্ভর। তাই তাদের কথা মাথায় রেখেই  ২০২৪ সালের বাজেটে তরুণদের জন্য এই বড় ঘোষণা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামান গবেষণা ও উন্নয়ন খাতে এক লাখ কোটি টাকার বরাদ্দের ঘোষণা করলেন। যাতে বলা হয়েছে এই টাকা ৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হবে তরুণদের।

আরোও পড়ুন : টানা ৪৫ দিন বন্ধ করতে হতে পারে সোদপুর ব্রিজ! চিন্তা বাড়ছে প্রশাসনের

এমনকি একবার বিনিয়োগের পাশাপাশি পুনরায় বিনিয়োগ করার সুযোগও থাকবে। তবে সেক্ষেত্রেও সুদের হার খুব কম বা  বলাই যায় শূন্য হবে। এই ঋণের টাকা প্রাইভেট সেক্টরকে যেমন  চাঙ্গা করবে তেমনি যেসব ক্ষেত্রগুলি এখন উদীয়মান, সেখানে গবেষণা ও উন্নয়ন জরুরী। তাই সেই কারণেই এক লাখ কোটির এই বরাদ্দ ঘোষণা করা হল।

Will 500 rupee notes be banned this time

প্রসঙ্গত, উল্লেখ্য , নির্মলার মতে ভারত প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে সারা বিশ্বে ভারতের জন্য নতুন নতুন  সুযোগ তৈরি হয়েছে। তবে এদেশের  উন্নতির ক্ষেত্রে ও বেকার যুবক-যুবতীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই সেই প্রযুক্তিতেই আরও বিশেষ করে জোর দেওয়ার কথা  এবারের বাজেটে তিনি জানিয়েছেন ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর