হারিয়ে গেল তোতাপাখি, ৮১ বছর বয়সে প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র, আজই হবে শেষকৃত‍্য

বাংলাহান্ট ডেস্ক: ছুটির দিনে খারাপ খবর দিয়েই ঘুম ভাঙল বাঙালির। প্রয়াত খ‍্যাতনামা সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শনিবার রাত ১২ টা বেজে ৫ মিনিট নাগাদ নিজের চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত‍্যুর কোলে ঢলে পড়েন সঙ্গীতশিল্পী। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

যে চিকিৎসকের দেখাশোনা করতেন নির্মলা মিশ্রকে, তিনি জানান, অনেক দিন ধরেই অসুস্থতার সঙ্গে যুদ্ধ করছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। গত ৫ বছরে একাধিক বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। তিন তিনবার হ‍্যদরোগে আক্রান্ত হয়েও বেঁচে ফিরেছেন। এবারেই নিয়তি ফিরতে দিল না তাঁকে।

Singer Nirmala Mishra passes away
চিকিৎসক আরো জানান, গত কয়েকদিন ধরেই শরীর ভাল ছিল না নির্মলা মিশ্রের। রক্তচাপ কমে গিয়েছিল অনেকটা। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও রাজি হচ্ছিলেন না প্রবীণ শিল্পী। শনিবার রাতে হ‍্যদরোগেই শেষ সবকিছু।

নির্মলা পুত্র জানান, ২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল সঙ্গীতশিল্পীর। তারপর থেকে শরীরের একটা পাশে পক্ষাঘাত হয়ে গিয়েছিল। শয‍্যাশায়ী হয়ে পড়েছিলেন নির্মলা মিশ্র। শনিবার পরিবারের সবার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। প্রবীণ শিল্পীর পরিবারে ছেলে ছাড়াও রয়েছেন স্বামী এবং পুত্রবধূ।

নির্মলা মিশ্রের প্রয়াণ বাংলা সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। ষাটের দশকে তাঁর গান মাতিয়ে রেখে দিয়েছিল সব বয়সের শ্রোতাদের। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতাপাখি রে, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, আবেশে মুখ রেখের মতো গানগুলি এখনো সমান জনপ্রিয়।

নির্মলা মিশ্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। প্রবীণ সঙ্গীতশিল্পীর মরদেহ এদিন রাখা থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই জানানো হবে শেষ শ্রদ্ধা। তারপর কেওড়াতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হয়ে যাবেন নির্মলা মিশ্র।


Niranjana Nag

সম্পর্কিত খবর