ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) প্রায় ৩ ঘণ্টার এক বৃহৎ ভাষণের মাধ্যমে পেশ করেন বাজেট ২০২০-২১, যার সহমতি অঙ্ক ৭.১। সরকারের আনুমানিক খরচ সম্পর্কে সাধারন মানুষকে ধারনা দেওয়ার জন্য এই বাজেট তৈরি। তবে বহু সাধারন মানুষ আছেন যাদের বাজেট সম্পর্কে কোনো উৎসাহ নেই, তারা কেবল জানতে চান যে এই বাজেট তাদের জীবনের ওপর কতটা প্রভাব বিস্তার করতে চলেছে। অর্থাৎ মোদ্দা কথা এই যে, বহু মানুষ কেবল জানতে চান যে এই বাজেটের তাদের জন্য লাভের হতে চলেছে নাকি ক্ষতির – কিসের হবে কম দাম ? আর কিসের হবে মূল্যবৃদ্ধি?এবং কোথায় মানুষের ক্ষেত্রে অর্থ ব্যয় করা লাভজনক? চলুন জেনে নেই বাজেটের সেই সমস্ত অংশ যা মানুষের জানা প্রয়োজন।
প্রথমত , সিগারেটের দাম বৃদ্ধি পেতে চলেছে আগের থেকে। এর সাথেই মূল্য বৃদ্ধি পাবে অন্যান্য তামাক দ্রব্যাদির। এছাড়া বাড়তে চলেছে, ডাক্তারি ক্ষেত্রে ব্যবহৃত সামগ্রীর। এই সমস্ত দ্রব্যের ওপর কড়া ট্যাক্স লাগু করা হয়েছে।
দ্বিতীয়ত, বৃদ্ধি পেতে চলেছে ঘরের আসবাব এবং জুতোর দাম ও । এছাড়া রান্নাঘর সাজানোর জন্য ব্যবহার করা পরক্লিন , ক্লে আইরন , স্টিল, কপারের দাম হয়ে গেছে প্রায় দ্বিগুন।
তবে শশ্তির নিশ্বাস ফেলার জন্য বাজেট ২০২০ অনুসারে কমেছে চিনি, পশু জাতীয় দ্রব্যাদি, পাস্তরিত দুধ, কিছু অ্যালকোহোল জাতীয় দ্রব্যাদি, সোয়াবিন এবং সোয়া প্রোটিনের দাম।