বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারকে অর্থ সাহায্য করার ব্যাপারে রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে বিরোধী শিবিরে যে সমালোচনা শুরু হয় তার জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর বক্তব্য, রিজার্ভ ব্যাংক ও জালান কমিটির বৈধতা সম্পর্কে প্রশ্ন তোলার কোনো মানেই নেই। মঙ্গলবার অর্থমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘জালান কমিটিতে বহু বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত হয়েছিলেন। রিজার্ভ ব্যাংকই ওই কমিটি তৈরি করেছিল,সরকার নয়। তাঁদের মধ্যে প্রচুর আলোচনার পরে নানান তত্ত্ব উঠে এসেছে। অর্থাৎ কমিটি আগাগোড়াই রিজার্ভ ব্যাংকের সৃষ্ট’।
এদিন দিল্লিতে সাংবাদিকদের সীতারমণ বলেন, ‘কমিটির বিশেষজ্ঞদের দেওয়া তত্ত্বের ভিত্তিতেই ঋণের পরিমাণ ঠিক হয়েছে। তাহলে এক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ভিত্তিহীন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রিজার্ভ ব্যাংকের উদ্বৃত্ত তহবিল থেকে কেন্দ্রীয় সরকারকে ১.৭৬ লক্ষ কোটি টাকা ধার দেওয়ার তীব্র সমালোচনা করেন।তাঁর অভিযোগ, দেশের আর্থিক যে দুরাবস্থা তা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দাঁড়ায় তৈরি। তাই তাঁদের কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা চুরি করতে হচ্ছে।
আবার রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন আশঙ্কা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের হাতে আরো টাকা গেলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ক্রেডিট রেটিং বা মূল্যায়ন কমতে পারে