বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে এই বাজেট অধিবেশন। মূলত দু’দফায় চলবে এই বাজেট অধিবেশন। যার মধ্যে প্রথমটি ৩১ জানুয়ারি থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং পরের টি হবে ১০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। এই কেন্দ্রীয় বাজেট নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। যা নিয়ে ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। বলা হচ্ছে পুরনো আয়কর (Income Tax) কাঠামোকে কি চিরতরে বন্ধ করে দেওয়ার পথেই হাঁটতে চলেছে নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রক?
আসন্ন বাজেটেই আয়কর (Income Tax) নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
আসন্ন বাজেটে এই লক্ষ্য ঘোষণা করা হতে পারে বলেও তুঙ্গে জল্পনা। কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর ২০২৬-২৭ এই আর্থিক বছরকে পুরনো আয়কর (Income Tax) কাঠামোর শেষ বর্ষচক্র হিসেবে ধরা যেতে পারে। এক্ষেত্রে আগামী বছর থেকেই বাতিল হয়ে যেতে পারে পুরনো আয়কর কাঠামো। এই কাঠামো কীভাবে বাতিল করে দেওয়া হবে। তার রূপরেখাও আসন্ন বাজেটে জানানো হবে। এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী এপ্রিল মাস থেকে পুরনো আয়কর ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু কেন?
২০২৪ সালের অ্যাসেসমেন্ট বর্ষে ২৮ শতাংশ মানুষ পুরনো কর (Income Tax) ব্যবস্থার রিটার্ন দিয়েছেন। তাই এখনই পত্রপাঠ ‘ওল্ড রেজিম’ বাতিল করে দিতে পারছেন না নির্মলা সীতারামনের মন্ত্রক। যদিও কেন্দ্রকে উৎসাহ জোগাচ্ছে, নতুন কাঠামোয় চলে আসা ৭২ শতাংশ করদাতা। কোনো করছাড় ছাড়াই তারা পুরনো ব্যবস্থা ছেড়ে ইতিমধ্যেই বেরিয়ে এসেছেন। আসলে ছাড় দেওয়ার পরেও যে পুরনো কর কাঠামোয় কোন লাভ হচ্ছে না তা তারা বুঝতে পেরেছেন। তবে নতুন ব্যবস্থায় ছাড় বাদ রেখেই কম আয়কর দিতে হচ্ছে।
কেন্দ্র-ও আশাবাদী এই সংখ্যাটা চলতি অর্থবর্ষে আরও বাড়তে চলেছে। তাই সেক্ষেত্রে এক বছর পর ওই কর ব্যবস্থাটাই আরও গুরুত্বহীন হয়ে যাবে। তাই সরকারিভাবে ওই পুরনো করব্যবস্থা (Income Tax) বাতিল করতেও কোন অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, নতুন বছরে এই নতুন বাজেট পেশ করার সাথে সাথেই বড় চমক আনতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে মোদি সরকারের লক্ষ্য কি? তা নিয়েও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
আসন্ন বাজেটের মোদি সরকারের লক্ষ্য কি?
সূত্রের খবর গ্রামীণ ভারতকে বেশি আর্থিক সহায়তা দিতে হবে বলে, ইতিমধ্যেই নির্দেশিকা এসেছে আরএসএসের পক্ষ থেকে। কৃষক বন্ধু ঘোষণা এবং ১০০ দিনের কাজের জন্য বেশি বরাদ্দ-ও থাকছে সেই তালিকায়। অবশেষে কম ট্যাক্স দেওয়া শ্রেণীর পাশাপাশি তুলনামূলকভাবে যারা বেশি আয়কর দেয় সেই অংশের জন্য সুসংবাদ দেওয়া হবে বলেও শোনা যাচ্ছে। সেটা কি? ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে করছাড়ের (Income Tax) কি সুবিধা দেওয়া হচ্ছে? এছাড়া বেসিক এক্সেমশনকে ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত করা নিয়েও ব্যাপক চর্চা হচ্ছে।
আরও পড়ুন: পোয়া বারো রাজ্যের কৃষকদের! শস্যবিমা নিয়ে বিরাট নির্দেশ কৃষিমন্ত্রীর
নতুন বাজেট পেশের পর কর কাঠামোর নিম্নস্তরে থাকা এবং কর কাঠামোর মাঝারি স্তরে থাকা করদাতা উভয়কে তুষ্ট করা যেতে পারে। এতদিন প্রধানত যাঁদের আয় বার্ষিক আয় ১০ লক্ষ টাকার কম সেই সমস্ত করদাতাদের জন্য নানা রকমের পারমুটেশন কম্বিনেশনের হিসেবে দেখিয়ে করের ঢালা প্রচার করা হয়েছে। কিন্তু পণ্য ক্রয়ে সবথেকে বেশি যারা ব্যয় করে সেই ১৫ লক্ষ টাকা এবং তার বেশি বার্ষিক আয় সম্পন্ন শ্রেণী এতদিন বঞ্চিত থেকেছেন।
যদিও এবারও আয়কর ছাড়ের সুবিধায় ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের করদাতাদের আসার সম্ভাবনা অনেক কম। সূত্রের খবর এবারও ১৫ লক্ষ টাকাকেই সর্বোচ্চ সীমা হিসেবে রাখা হবে। প্রসঙ্গত ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক পুরনো জিনিস বদলে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পার্লামেন্ট হাউজ থেকে শুরু করে বদলে গিয়েছে নোট,রাস্তা,লাইব্রেরী ,শহর,স্টেশন। আর এবার নজরে আয়কর ব্যবস্থা। ইতিমধ্যেই এই পুরনো আয়কর ব্যবস্থা বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা করার।