করোনা পরিস্থিতিতে এখন টালমাটাল অর্থনীতি। মানুষের কাজ কর্ম প্রায় বন্ধ জরুরি বিভাগ খোলা থাকলেও অনেক অফিসে কাজ বন্ধ। আর যারা মধ্যবিত্ত তাদের অবস্থা একেবারেই খারাপ। এর মধ্যে আবার পেনশন কাটা যাবে এসব গুজব রটে। কিন্তু এদিন
নির্মলা সীতারমন টুইট করেছেন, ‘কেন্দ্রের অবসরপ্রাপ্ত কর্মচারীদের ২০ শতাংশ পেনশন কেটে নেওয়ার পরিকল্পনা হচ্ছে, এরকম খবর রটেছে। এরকম কোনও পরিকল্পনা সরকারের নেই। কোনও সরকারি কর্মচারীর বেতন ও পেনশন কাটা হবে না।’ প্রসঙ্গত, দেশে পেনশনভোগী রয়েছেন ৬৫.২৬ লাখ।
পেনশন কম করা বা বন্ধ হয়ে যাবেন এরকমই এক চিন্তাভাবনা করছে সরকার, এরকম কোনও গুজবে বিশ্বাস না করার কথা বলেন অর্থমন্ত্রী।পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩ রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে সব রাজ্য। কিন্তু এখন শোনা যাচ্ছে এই মেয়াদ আরো বাড়বে। তবে কি হবে জানেনা কেউই