বাংলা হান্ট ডেস্কঃ খোদ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগে দায়ের হল এফআইআর। FIR করার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। অভিযোগ, সুপ্রিম কোর্ট তরফে নির্বাচনী বন্ডকে অসংবিধানিক ঘোষণা করেছে, সেই নির্বাচনী বন্ডের মাধ্যমে জোরপূর্বক চাঁদা আদায় করেছেন নির্মলাদেবী। সেই মর্মেই FIR দায়ের হল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।
জানিয়ে রাখি, জনাধিকার সংগ্রাম সংস্থার আদর্শ আইয়ার নির্মলা সীতারামন এবং অন্যদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তোলাবাজির অভিযোগ আনেন। অভিযোগ, নির্বাচনী বন্ডের মাধ্যমে রীতিমতো জোর-জুলুম করে বিরাট পরিমাণে চাঁদা আদায় করা হয়েছে। পিসিআর দায়ের করেছিলেন আদৰ্শ আইয়ার। বেঙ্গালুরুর বিশেষ আদালত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখার জন্যও নির্দেশ দিয়েছে আদালত।
জানিয়ে রাখি, তোলাবাজির অভিযোগে চলতি বছর এপ্রিল মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাতে ছিল একাধিক প্রভাবশালীর নাম। অভিযোগ, ২০১৯ এবং ২০২২ সালে এক ব্যবসায়ীর সংস্থা থেকে জোর করে মোটা তোলা হয়। শুধু তাই নয় এক ওষুধ প্রস্তুত সংস্থাকেও নির্বাচনী বন্ডের মাধ্যমে মোটা টাকা চাঁদা দিতে রীতিমতো বাধ্য করা হয়।
অভিযোগকারীর দাবি, এভাবে রাজনৈতিক ক্ষমতার জোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর দফতরকে কাজে লাগিয়ে জুলুম করে টাকা তোলা হচ্ছে নিজেদের কোষাগাড় ভরতে। নির্মলা সীতারামন সহ বাকিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন তিনি। ওদিকে এই ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
আরও পড়ুন: পুজোর আগে পকেট গরম! এক ধাক্কায় ৬০০০ টাকা বেতন বাড়ল এই রাজ্য সরকারি কর্মীদের, জারি বিজ্ঞপ্তি
উল্লেখ্য, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ড চালু করেছিল। লোকসভা ভোটের আগে এই বন্ড নিয়ে তুমুল বিতর্ক বাধে। পরে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করে দেয়, এবং এটিকে অসাংবিধানিক বলেও অভিহিত করে করা হয়। পাশাপাশি আদালতের নির্দেশে নির্বাচনী বন্ড বাবদ কোন দল ব্যবসায়ী, শিল্প সংস্থাগুলির কাছ থেকে কত টাকা চাঁদা পেয়েছে, তর তালিকা প্রকাশ করে SBI. দেখা যায়, সব মিলিয়ে ওই বন্ডের মাধ্যমে বিজেপি দল ৬০৬১ কোটি টাকা, তৃণমূল ১৬১০ কোটি এবং কংগ্রেস ১৪২২ কোটি টাকা চাঁদা পেয়েছে।