বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে মুষড়ে পরা দেশের অর্থনীতিকে (economy) চাঙ্গা করতে আবারও দরাজহস্ত হল কেন্দ্র। মুখ থুবড়ে পড়া অর্থনীতির একাধিক ক্ষেত্রকে আবারও সঠিক দিশায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরাট অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (nirmala sitharaman)। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানিয়ে ৮টি নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
নির্মলা সীতারমণ জানিয়েছেন, গরীব পরিবারের খাদ্য পরিষেবার জন্য ২ লক্ষ ২৭ হাজার ৮৪১ কোটি টাকা খরচ হয়েছে এখনও অবধি। এই কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে। ১ লক্ষ ৪৭ হাজার ৫৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহের জন্য।
১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ঋণ গ্যারান্টি যোজনার ঘোষণা করা হয় ক্ষতিগ্রস্ত শিল্পক্ষেত্রগুলির জন্য। এই ক্ষেত্রে বার্ষিক ৭.৯৫ শতাংশ সুদে ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে শিল্পসংস্থাগুলি, যার গ্যারেন্টার হিসেবে থাকছে কেন্দ্র।
We are announcing about 8 economic relief measures, of which four are absolutely new & one is specific to health infrastructure. For Covid-affected areas, Rs 1.1 lakh crores credit guarantee scheme and Rs 50,000 crores for health sector: Union Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/vsZPnQMiqa
— ANI (@ANI) June 28, 2021
পর্যটন ক্ষেত্রে বিশেষ ঋণ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে পাঁচ লক্ষ পর্যটন ভিসা দেওয়ার ঘোষণাও করেন অর্থমন্ত্রী। ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো গড়ার জন্য- বলে জানানলেন তিনি। যেখানে সুদের হার থাকছে ৭.৯৫ শতাংশ। ২৫ লক্ষ ক্ষুদ্র ঋণগ্রহীতাকে স্বল্পসুদে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণাও করেন তিনি।
২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে আত্মনির্ভর ভারত রোজগার যোজনার মেয়াদকাল। এছাড়াও ৮.২৫ শতাংশ সুদে অন্যান্য ক্ষেত্রের জন্য ৬০ হাজার কোটির ঋণের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।