বাংলাহান্ট ডেস্ক : গত পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এক ধাক্কায় আয়কর কমিয়ে এনে সারা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। এবার আবারও বড় ঘোষণা করলেন তিনি। জিএসটির হার আরো কমবে বলেই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০১৭ সালে জিএসটির গড় হার যা ধরা হয়েছিল, ২০২৩ এ তা কমে যায়। আগামীতে এই হার আরো কমবে বলেই আশাবাদী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
কমতে পারে জিএসটির (Nirmala Sitharaman) হার
শনিবার অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) জানান, পরোক্ষ কর ব্যবস্থা চালু করার আগে এবং পরে রাজস্ব আদায়ের হার যাতে সমান থাকে সেই কারণে ২০১৭ সালের ১ লা জুলাই জিএসটির গড় হার ধরা হয়েছিল ১৫.৮ শতাংশ। কিন্তু কর আদায় বৃদ্ধি পাওয়ার পর ২০২৩ সালে হার কমে গিয়ে দাঁড়ায় ১১.৪ শতাংশে।
কী জানালেন অর্থমন্ত্রী: জিএসটিতে করের হার এবং স্তর সরলীকরণের কাজ প্রায় শেষের দিকে বলেও জানান নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। অর্থমন্ত্রী জানিয়েছেন, এই দুটি বিষয় ঢেলে সাজানোর পাশাপাশি নতুন কিছু বিষয়েও করের হার ধার্য করার কাজ প্রায় শেষ। যেমনটা জানা যাচ্ছে, বিশেষ মন্ত্রী গোষ্ঠীর উপরে ওই কাজের দায়িত্ব ছিল। সেই কাজ ইতিমধ্যে শেষ হলেও অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) নিজে প্রস্তাবগুলিতে একবার চোখ বুলিয়ে নিতে চান।
আরো পড়ুন : চাকরি গেল অঙ্কুশের! ডান্স বাংলা ডান্সের সঞ্চালনায় “হল্লা পার্টি”, বাদ পড়লেন নায়ক?
নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত: এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জিএসটি পরিষদের বৈঠকে বিবেচনার জন্য উত্থাপিত হবে বিষয়টি। এদিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রসঙ্গেও মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থায় সাধারণ খুচরো লগ্নিকারীর পুঁজি যাতে বৃদ্ধি পায় তার জন্য তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
আরো পড়ুন : গীতা-কথা সবাই ফেল, দেবা-আঁখিকেই চোখে হারাচ্ছে দর্শক! বড় চমক আসছে ‘দুই শালিক’এর TRP-তে?
মানুষ আরো বেশি করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার কিনুক, এমনটাই চায় কেন্দ্রীয় সরকার। যদিও বিগত কিছুদিন ধরে শেয়ার মার্কেটের রক্তাক্ত হয়ে থাকা বিনিয়োগকারীদের চিন্তা বাড়িয়েছে। কিন্তু বাজারের এই টালমাটাল পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মলা সীতারামন।