মেয়েদের জন্য সুখবর দিলেন নির্মলা সীতারামন

   

প্রকাশিত হল চলতি বছরের বাজেট , বাজেট নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে ছিলেন দেশের আমজনতা। কিন্তু ইতিমধ্যেই সুখবর পেয়েছেন দেশের মহিলারা। তারা পেতে চলেছেন বিশেষ ভাতা। দেশের বেশকিছু অন্তসত্বা মহিলাদের ভাতা দেওয়া হবে এই বছরে। কারন মহিলাদের জন্য ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে ৬ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে; আগামী বছর এই সংখ্যা ৮ কোটিতে পৌঁছবে। এছাড়াও মুদ্রা যোজনার আওতায় মোট ঋণ সহায়তার ৭০ শতাংশই পেয়েছেন মহিলারা। এমনকি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনার আওতায় গর্ভবতী মহিলাদের জন্য আর্থিক সহায়তা। সব মিলিয়ে ভারতীয় মহিলাদের কাছে এখন একটা খুশীর খবর। মেয়েদের শিক্ষার হার যেমন বেড়েছে, তার পাশাপাশি বেড়েছে তাদের পড়াশোনার মান।

 

NN 0

 

 

 

বিয়ের বয়েস বাড়ানো হয়েছে তাদের । সব মিলিয়ে ভারতের মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার এই যে একটা প্রয়াস তা আমাদের এগিয়ে নিয়ে যেতে বেশ সহায়তা করবে। হবে। বিগত চারমাসে বেশি কর আদায় হলেও চলতি বছরের বাজেট নিয়ে মানুষ কিছু আশা রাখতে সাহস পাচ্ছেন না।এদিকে এনআরসি, সিএএ, সিএবি,এনপিআর নিয়ে মানুষ চিন্তায় রয়েছেন। পাশাপাশি বেড়ে চলেছে মুদ্রাস্ফিতি। কিন্তু তবুও কথায় আছে মানুষ আশায় বাঁচে।

আশা করা যায় যে এবার থেকে ভারতীয় অর্থনীতি ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। যা ২০০৯ সালের পর সবচেয়ে কম হারে বৃদ্ধি। অন্যদিকে, আইএমএফ প্রথমের দিকে জানিয়েছিল ভারতীয় অর্থনীতির বৃদ্ধি ৬.১ শতাংশ হারে হবে। তবে পরে তারা জানিয়ে দেয় যে বৃদ্ধির হার ৪.৯ শতাংশ হারের দিকে কমার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে এখন কতটা সুবিধা মিলতে চলেছে তার জন্য এখন অপেক্ষা করতে হবে। তাছাড়াও এখন কোন খাতে কি সুবিধা মিলতে চলেছে সেটাও  দেখতে হবে তবেই বোঝা সম্ভব হবে কোন খাতে কি সুবিধা মিলবে বেশি।

 

 

সম্পর্কিত খবর