পারফরম্যাল্সে নজরকাড়া নিশান্ত, পদক জয়ই মাছের চোখ

আর মাত্র এক কদম। তারপরেই অলিম্পক্সে (Olympics) পদক জয়। বক্সিং-য়ে ভারতকে পদক জয়ের আশা দেখাচ্ছেন জনপ্রিয় বক্সার নিশান্ত দেব (Nishant Dev)। হরিয়ানার কর্নালের বাসিন্দা নিশান্ত। তাঁর বর্তমান বয়স ২৪ বছর। মাতের ১২ বছর বয়স থেকেই বক্সিং-য়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। তারপরে ধীরে ধীরে এখানেই নিজের কেরিয়ার গড়তে শুরু করেন তিনি। সখের বক্সিং পেশা হয়ে ওঠে তাঁর।

চলতি প্যারিস অলিম্পিক্সে (Olympics) ৭১ কেজি বিভাগে কোয়াটার ফাইনালে কোয়ালিফাই করেছেন তিনি। এবার এই ম্যাচ জিততে পারলেই একটি পদক দেশের হয়ে নিশ্চিত করবেন নিশান্ত। প্রি-কোয়ার্টার ফাইনালের তিনটি রাউন্ডের পর, ৩-২ পয়েন্টে জেতেন নিশান্ত। সুতরাং আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে পারবেন।

Olympics

অলিম্পক্সে (Olympics) বক্সিং-য়ে ভারতকে পদক জয়ের আশা দেখাচ্ছেন জনপ্রিয় বক্সার নিশান্ত দেব

ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফর্মে ছিলেন নিশান্ত। বেশিরভাগ সময়েই পাঞ্চ করতে দেখা যায় তাঁকে। তাই প্রথম রাউন্ডে পাঁচজন বিচারকই এগিয়ে রাখেন তাঁকে। তবে, হাফ টাইমের পর থেকে খেলা সামান্য একটু ঘুরে যায়। অবশ্য এক্ষেত্রে খুব একটা সমস্যায় পড়তে হয়নি নিশান্ত দেবকে। তাই বর্তমানে গোটা দেশবাসীর নজর তাঁর দিকেই।

অন্যদিকে নজর ঘোরালে দেখা যাবে, নিখাত জারিনের পারফরম্যান্স তাঁর থেকেও একটি পদকের আশা করেছিলেন দেশবাসী। তবে, প্রি-কোয়ার্টার ফাইনালেই হেরে গিয়েছেন তিনি। চিনের উ ইয়ুকে হারাতে পারলে একটি পদক থাকত তাঁর নামেও। তবে, তিনি তা পারেননি। ফলে দেশবাসীকে আশাহত করেছেন এই বক্সার।

এসিয়ান গেমসে সোনা জিতেছিলেন নিখাত। তবে, বিশ্বের সবথেকে বড় চ্যাম্পিয়নশিপে এসে নিজের প্রতিভা দেখাতে ব্যর্থ হন তিনি। গত ম্যাচের প্রথম রাউন্ডে খারাপ পারফরম্যান্স করেন তিনি। তারপরের রাউন্ডে কিছুটা ফেরত এসেছিলেন খেলায়, তবে তাতে কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত হেরেই গিয়েছেন তিনি।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর