হিন্দুদের অস্তিত্ব থাকবে না! বাংলা-বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি BJP সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে গ্রেটার কোচবিহারের দাবি তুলেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তা নিয়ে তুমুল চর্চা চলছে। তার রেশ কাটতে না কাটতেই এবার বাংলা এবং বিহারের পাঁচ জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানালেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)।

লোকসভায় দাঁড়িয়ে কী দাবি করলেন নিশিকান্ত (Nishikant Dubey)?

এদিন লোকসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের কিষাণগঞ্জ, কাটিহার এবং আরারিয়াকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ। নিশিকান্তের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দুই রাজ্যের এই পাঁচ জেলার জনবিন্যাস বদলে গিয়েছে। যদি কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) না করা হয় তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে দাবি করেন পদ্ম সাংসদ।

   

এদিন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে নিশিকান্ত (Nishikant Dubey) বলেন, ‘আমাদের পাপুর জেলায় যে দাঙ্গা হয়েছিল যে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও সেখানকার লোকজন, মালদা ও মুর্শিদাবাদ থেকে এসে আমাদের লোকজনকে তাড়িয়ে দিচ্ছে। হিন্দুদের গ্রাম পরপর খালি হয়ে যাচ্ছে’।

আরও পড়ুনঃ রাজ্যবাসীর জন্য বিরাট উদ্যোগ মুখ্যমন্ত্রীর! এক ঘোষণায় ধন্য ধন্য করছে সকলে

এখানেই না থেমে বিজেপি (BJP) সাংসদ বলেন, মালদা এবং মুর্শিদাবাদ থেকে লোক এসে হিন্দুদের ওপর অত্যাচার করছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করেন তিনি। এরপরেই ওই পাঁচ জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি জানান। নাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন নিশিকান্ত। তিনি বলেন, ‘এনআরসি চালু করুন। কিছু না করতে পারে, আগে কমিটি পাঠান। বিয়ে এবং ধর্মান্তকরণের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করুন’।

Nishikant Dubey

এই বিষয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘বাংলায় বিজেপি কিছু করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারছে না। সেই জন্য এসব করছে। বাজে কথা সব! নিশিকান্ত দুবে যা বলেছেন, এর থেকে বড় সাম্প্রদায়িক কথা আমি শুনিনি’। নিশিকান্তের মন্তব্যের স্নগে সুকান্তের উত্তরবঙ্গকে আলাদা করার মন্তব্যের রেশ টেনে সৌগত বলেন, ‘এসব বাংলা ভাগ করার চক্রান্ত। আমরা এসব হতে দেব না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর