বাংলাহান্ট ডেস্ক : ফের হুংকার ছাড়লেন নিশীথ প্রামানিক (Nishit Pramanik)। শুধু হুংকার ছাড়লেন তাই নয়, বরং সরাসরি শাসক দলকেই নিশানা করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবার তৃণমূলকে (Trinamool Congress) চ্যালেঞ্জ করে বললেন, “যদি ক্ষমতা থাকে তাহলে বুকে গুলি চালাক।” নিশীথকে পাল্টা তোপ দেগে মন্ত্রি উদয়ন গুহ বললেন, “ও হচ্ছে এক নম্বরের মিথ্যাবাদী।”
নিশীথ প্রামাণিক কোচবিহারের (Coochbihar) দিনহাটার বিভিন্ন জায়গায় ঘুরছিলেন দলীয় কর্মসূচিতে। তার সাথে ছিলেন বিজেপি (Bharatiya Janata Party) কর্মীরা। এরপর স্থানীয় বুড়িরহাট এলাকায় যখন তিনি পৌঁছান সেখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখান। এরপর নিশীথ প্রামাণিকের গাড়ির লক্ষ্য করে ইট বৃষ্টিরও অভিযোগ ওঠে। সাথে চলে বোমা ও গুলি।
এই বিষয়ে নিশীথ প্রমাণিক বলেছেন, “প্রাণে মেরে ফেলতে চাইছে ওরা। রাজনৈতিকভাবে ওরা দেউলিয়া হয়ে গিয়েছে। পারছে না লড়াই করতে। তাই প্রাণে মারার চেষ্টা করছে। আমরা অবসান ঘটাবো এই অন্যায়ের।” বিজেপি কর্মীরাও এই ঘটনার পর চুপ করে থাকেননি। রাজ্যে পদ্ম শিবিরের ক্ষমতা বুঝিয়ে দিতেও তারা তৎপর হয়ে উঠেছে।
বলা বাহুল্য, ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন গেরুয়া শিবিরের কর্মীরা। তারাও তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি করেন। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন,”গোটা কোচবিহারকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। নিশিথ প্রামাণিককে কালো পতাকা দেখানো হচ্ছে। এর আগে অবস্থান-বিক্ষোভে বসা হল বাড়ির সামনে। এমনভাবে পরিবেশ কোনদিন শান্ত হবে না।”
যদিও এই বিষয়টি নিয়ে নিশীথ প্রামাণিককে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছেন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদায়ন গুহ। তিনি বলেছেন, “রাজনীতিতে ওর মতো দ্বিচারিতা কেউ করেনা। ২৫-৩০ গাড়ি ভর্তি সমাজবিরোধী নিয়ে ও দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য। আমাদের কর্মীদের বাইক ভাঙচুর করেছে বুড়িরহাটে গিয়ে। ভাঙচুর করেছে পার্টি অফিস।”