বড় খবর! আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে আদালতে এসে আত্মসমর্পণ করলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে নিযুক্ত হন বাংলার নিশীথ প্রামাণিক। আর এবার দিল্লি থেকে বাংলায় পৌঁছে বিধাননগর (Bidhannagar) এমপি-এমএলএ আদালতে আত্মসমর্পণ করলেন তিনি। তবে নেপথ্যে কি কোন রাজনৈতিক কারণ নাকি অন্য কোন মামলা?

সূত্র মারফত খবর মিলেছে যে, ২০২২ সালে আদালতে এসে আত্মসমর্পণ করলেও ঘটনার সূত্রপাত ১৩ বছর পূর্বে। ২০০৯ সালে আলিপুরদুয়ার থানায় দুটি মামলায় নাম ছিল নিশীথ প্রামাণিকের। অবশেষে বিধাননগর আদালতে এসে সেই মামলায় আত্মসমর্পণ করলেন তিনি। জামিনযোগ্য ধারায় নাম থাকার ফলে ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় তাঁর।

নিশীথের আইনজীবীর কথায়, “কোন রাজনৈতিক কারণ নেই। ২০০৯ সালে আলিপুরদুয়ারের দুটি মামলায় নাম ছিল নিশীথ প্রামাণিকের। এদিন পাঁচ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি।” পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধরা হলে তিনি এই প্রসঙ্গে বিশেষ কোনো মন্তব্য করেননি। বরং এদিন তাঁর মন্তব্যে উঠে আসে রাষ্ট্রপতি নির্বাচন এবং মা কালী বিতর্কের কথা।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সামনেই দেশে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। আমাদের তরফ থেকে পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আশা রাখছি, উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। আমাদের বাংলাতেও ২৯৪ জন বিধায়কই তাঁকে সমর্থন জানাবেন বলে আশা করছি। কেন্দ্রীয় মন্ত্রী থেকে আমাদের দলের সকলে ভারতীয় জনতা পার্টি দ্বারা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় খুব খুশি। দল-মত নির্বিশেষে সকলেরই দ্রৌপদীদেবীকে সমর্থন জানানো উচিত।”

এরপরেই উঠে আসে মা কালী প্রসঙ্গ এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের কথা। সেই প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, “কে কি মন্তব্য করেছে, সে সম্পর্কে খুব বেশি জানি না। তবে আমাদের বাংলায় মা কালী এবং মা দুর্গার পুজো আমরা ছোট থেকে করে আসছি। ফলে কারোর কোন বক্তব্যের মাধ্যমে তা বদলে যেতে পারে না। আমাদের ভক্তি পূর্বের ন্যায় থাকবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর