ছক্কা মেরে আঘাত করেছিলেন ছোট বাচ্চাকে, ম্যাচের শেষে সেই বাচ্চাকে চকোলেট উপহার রোহিতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল বুমরার বোলিং-বিক্রমের পর রোহিতের ব্যাটিং-বিক্রম দেখেছিল বিশ্ব। ফলস্বরূপ ১০ উইকেটে জয় পেয়েছিল রোহিত শর্মার ভারত। এটি ছিল রোহিত শর্মার স্থায়ী অধিনায়ক হওয়ার পর প্রথম বিদেশের মাটিতে ওডিআই ম্যাচ। জয় দিয়েই বিদেশের মাটিতে যাত্রা শুরু করলেন হিটম্যান। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ইংল্যান্ডকে চূড়ান্তভাবে পর্যদুস্ত করে ওডিআই সিরিজে লিড নিল ভারত।

কাল বুমরা ও শামির দাপটে ১১০ রানে অল-আউট হয় ভারত। ব্যাট করতে নেমে সংহার মূর্তি ধারণ করেন রোহিত শর্মা। যে পিচে ভারতীয় বোলারদের বোলিংয়ের কোন কূলকিনারা পাচ্ছিল না ইংল্যান্ডের ব্যাটাররা সেই পিচেই ইংলিশ বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন হিটম্যান। তার রুদ্র মূর্তি দেখে নিজের স্বাভাবিক খেলা পাল্টে একদিক ধরে রাখলেন শিখর ধাওয়ান (৩১*)। মাত্র ১১২ বল খেলেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পাঁচ টি চার এবং পাঁচটি ছক্কা সহ ৫৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

rohit sharma w

কিন্তু কাল ব্যাটিং করার সময় একটি অনভিপ্রেত  ঘটনা ঘটিয়ে ফেলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পঞ্চম ওভারে ডেভিড উইলির একটি ডেলিভারি পুল করে গ্যালারিতে পাঠান হিটম্যান। পরে ক্যামেরায় দেখা যায় যে ওই বলটি গিয়ে আঘাত করে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে। একজন বয়স্ক লোককে ওই বাচ্চা মেয়েটিকে সামলাতে দেখা যায়।

পরে জানতে পারা যায় ম্যাচের শেষে ওই ছোট্ট বাচ্চা মেয়েটির সঙ্গে দেখা করেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক তাকে সান্তনা সাথে সাথে চকলেট এবং টেডিবিয়ারও গিফট করেছেন। তার এই আচরণের প্রশংসা করেছে গোটা ক্রিকেট বিশ্ব।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর