‘বাংলার সৌরভের বদলে শাহরুখ অ্যাম্বাসেডর কেন!’ প্রশ্ন নিশীথের, পাল্টা জবাব কুণাল ঘোষের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতির দায়িত্ব হারানোর পর চারদিন অতিক্রম হয়ে গিয়েছে। তবু আপাতত সেই নিয়ে নানান রকম বিতর্ক চলে যাচ্ছে এবং রোজি কোনও না-কোনও নতুন ব্যক্তিত্ব এই নিয়ে বক্তব্য রাখছেন। সৌরভ নিজে অবশ্য এই নিয়ে বিশেষ কিছু মন্তব্য করেননি। তিনি শুধুমাত্র জানিয়ে দিয়েছেন যে তিনি সিএবি সভাপতি পদের জন্য লড়বেন। নবনির্বাচিত বিসিসিআই সভাপতি রজার বিনির জন্যও নিজের শুভকামনা প্রকাশ করেছেন।

তবে এ নিয়ে রাজনৈতিক নেতাদের একের পর এক বক্তব্য ব্যাপারটিকে অন্যমাত্রা দিচ্ছে। পশ্চিমবঙ্গ শাসকদলের অনেকেই দাবি করছেন যে সৌরভ বাংলার মানুষ বলে তিনি বঞ্চনার শিকার হলেন। কেন্দ্রে ক্ষমতায় থাকা দলের সঙ্গে অনেকে জড়িত ব্যাপারটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করছেন এবং রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্যই যে রাজ্যের শাসক দল এহেন মন্তব্য করছেন তাও তারা স্পষ্ট করে বলে দিচ্ছেন।

   

এবার এই তালিকায় নাম লেখালেন বিজেপি নেতা নিশীথ প্রামানিক। মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতাদের একাধিকবার সৌরভের পাশে দাঁড়ানোর অন্য রাখা বক্তব্য গুলিকে কটাক্ষ করেছেন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, “উনি অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। সৌরভ বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে গিয়েছেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। সুযোগ সকলের জন্যই আসে, সকলেরই একটা পদে থাকার কিছু নির্দিষ্ট সময় আছে। আর উনি যদি বাংলার ছেলে সৌরভের জন্য এতটাই ব্যথা অনুভব করে থাকেন তাহলে উনি বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানের বদলে সৌরভকে নিয়োগ করছেন না কেন!”

sourav mamata icc

দু’দিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন না পাঠানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন সৌরভ অত্যন্ত ভদ্র ছেলে বলে সবকিছু মুখ বুঝে সহ্য করে গিয়েছেন। তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এই ঘটনাকে গোটা বাংলার অপমান বলেও মন্তব্য করেছিলেন তিনি।

আজ নিশীথ প্রামাণিকের বক্তব্যের পর তার পাল্টা দিতে গিয়ে মমতা ব্যানার্জির পথেই হেটেছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় একজন যোগ্য ব্যক্তি তিনি আজ না হোক কাল কোনও একদিন বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেই পারেন। তার জন্য শাহরুখকে কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে এই নিয়ে প্রশ্ন ওঠাটা হাস্যকর। নিশীথ বাবু হয়তো ভুলে গিয়েছেন যে নরেন্দ্র মোদি একসময় অমিতাভ বচ্চনকে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়ে গিয়েছিলেন। তখন কি তার কোনও গুজরাটের খ্যাতনামা ব্যক্তিকে এই পদের জন্য চোখে পড়েনি। আমি বরং এই প্রশ্নের জবাব দিন যে সৌরভকে বিসিসিআই থেকে সরে যেতে হয়েছে কিন্তু অমিত শাহ পত্র এখনো কি করে নিজের পদ ধরে রেখেছেন।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর