শপথ গ্রহণের দিন প্রশংসায় পিঠ চাপড়ে ছিলেন মোদী, সেই নিশীথ কালিয়াগঞ্জে নির্বাচনের প্রচারে ঝড় তুললেন

 

বাংলা হান্ট ডেস্কঃ  কালিয়াগঞ্জ এর নির্বাচনী প্রচারে জমজমাট। কিন্তু তার মধ্যে এই তৃণমূল ও নিজেদের ঘরের মাটিতে একেবারে ভাল করে ফিল্ডিং সাজাতে ব্যস্ত। কলকাতা থেকে আসা বিভিন্ন সাংসদ বিধায়ক দের দিয়ে প্রচারে ঝড় তুলছে। থেমে নেই বিজেপি ও। কোচবিহারের নামকরা সংসদ নিশীথ প্রামাণিক এদিন কালিয়াগঞ্জ এ আসেন। নির্বাচনী প্রচারে তিনি রাস্তা দিয়ে খানিকটা পদযাত্রা ও করেন। কালিয়াগঞ্জ এর পৌরপতি কার্তিক চন্দ্র পাল এর বাড়ির সামনে দিয়ে তিনি সদলবলে পদযাত্রা করেন। তার ছোট ছোট সভায় উঠে আসে তৃণমূল সরকারের ওপর ক্ষোভ ও বিদ্রুপ। সাধারণ মানুষদের জনগণকে অনেক সজাগ থাকার পরামর্শ দেন। এবং তিনি ধন্যবাদ জানান সমস্ত সাধারণ মানুষকে কারণ তারা ভোট দেওয়ার অনেক আগেই ঠিক করে ফেলেছেন যে পদ্মফুলে তারা নাকি এবার ভোট দিবেন। তিনি তৃণমূলের কর্মীদের হার্মাদ বাহিনি বলতেও পিছপা হননি এবং যৌথভাবে তাদের ওপর যে আক্রমণ শানাচ্ছে তৃণমূল বাহিনী এবং মিথ্যা কেস দিচ্ছে তাও তিনি অভিযোগ করেন। সাধারণ মানুষের মধ্যে। এছাড়া একাধিক এনআরসি ইস্যুতে মানুষ আশ্বাস দেন রাজ্ বংশী সম্প্রদায় কে নিশ্চিন্তে থাকতে বলেন। দাবি করে জানান এনআরসি হলে কেউ বাদ যাবে না। তিনি দায়িত্ব নিয়ে সে কথা জানাচ্ছেন।

কালিয়াগঞ্জ এর নির্বাচনী প্রচারে জমজমাট। কিন্তু তার মধ্যে এই তৃণমূল ও নিজেদের ঘরের মাটিতে একেবারে ভাল করে ফিল্ডিং সাজাতে ব্যস্ত। কলকাতা থেকে আসা বিভিন্ন সাংসদ বিধায়ক দের দিয়ে প্রচারে ঝড় তুলছে। থেমে নেই বিজেপি ও। কোচবিহারের নামকরা সংসদ নিশীথ প্রামাণিক এদিন কালিয়াগঞ্জ এ আসেন।

IMG 20191117 WA0011

নির্বাচনী প্রচারে তিনি রাস্তা দিয়ে খানিকটা পদযাত্রা ও করেন। কালিয়াগঞ্জ এর পৌরপতি কার্তিক চন্দ্র পাল এর বাড়ির সামনে দিয়ে তিনি সদলবলে পদযাত্রা করেন। তার ছোট ছোট সভায় উঠে আসে তৃণমূল সরকারের ওপর ক্ষোভ ও বিদ্রুপ। সাধারণ মানুষদের জনগণকে অনেক সজাগ থাকার পরামর্শ দেন। এবং তিনি ধন্যবাদ জানান সমস্ত সাধারণ মানুষকে কারণ তারা ভোট দেওয়ার অনেক আগেই ঠিক করে ফেলেছেন যে পদ্মফুলে তারা নাকি এবার ভোট দিবেন। তিনি তৃণমূলের কর্মীদের হার্মাদ বাহিনি বলতেও পিছপা হননি এবং যৌথভাবে তাদের ওপর যে আক্রমণ শানাচ্ছে তৃণমূল বাহিনী এবং মিথ্যা কেস দিচ্ছে তাও তিনি অভিযোগ করেন। সাধারণ মানুষের মধ্যে। এছাড়া একাধিক এনআরসি ইস্যুতে মানুষ আশ্বাস দেন রাজ্ বংশী সম্প্রদায় কে নিশ্চিন্তে থাকতে বলেন। দাবি করে জানান এনআরসি হলে কেউ বাদ যাবে না। তিনি দায়িত্ব নিয়ে সে কথা জানাচ্ছেন


সম্পর্কিত খবর