ISL-এ ‘এটিকে-মোহনবাগান’-কে স্বাগত জানিয়ে বিশেষ বার্তা দিলেন নীতা আম্বানি।

এই বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে, অপরদিকে এই বছর আইলীগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আর এই দুই চ্যাম্পিয়ন দল এখন সংযুক্তিকরণ হয়ে এক নতুন দল তৈরি হয়েছে যার নাম এটিকে-মোহনবাগান। নতুন মরশুমে আইএসএলে এটিকে-মোহনবাগান নামে তৈরি হওয়া দলই খেলতে চলেছে। এটিকে-মোহনবাগান এফসির তরফে জানানো হয়েছে এশিয়া ফুটবলে ছাপ ফেলাই এখন তাদের মূল টার্গেট। এই নতুন নামের দলকে আইএসএলে স্বাগত জানিয়েছেন FSDL-এর চেয়ারপারসন নীতা আম্বানি। নতুন এই দলকে স্বাগত জানিয়ে তিনি আগামী দিনে এই দলের আন্তর্জাতিক আঙ্গিনায় খেতাব জয়ের সম্ভাবনার কথাই বলেছেন।

এইদিন নীতা আম্বানি বলেছেন ভারতীয় ফুটবলের দুই পাওয়ার হাউজ মোহনবাগান এবং এটিকের সংযুক্তিকরনের এই সিদ্ধান্তে আমি খুবই খুশি। ভারতের প্রবীনতম এবং ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগানকে আমি ইন্ডিয়ান সুপার লিগে আন্তরিকভাবে স্বাগত জানাই। সেই সাথে এটিকে কর্ণধর সঞ্জীব গোয়েঙ্কাকেও অভিনন্দন জানাই মুক্তহস্তে আইলিগ চ্যাম্পিয়নদের গ্রহণ করার জন্য।

IMG 20200711 092927

এর পাশাপাশি নীতা আম্বানি বলেন এটিকে-মোহনবাগান এফসি শুধুমাত্র পশ্চিমবঙ্গ কিংবা ভারতীয় ফুটবলেই নয় বিশ্ব ফুটবলেও ছাপ ফেলবে বলে আমার বিশ্বাস। এএফসি কাপে এই দলের সাফল্য কামনা করেছেন নীতা আম্বানি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর