বড্ড বেশি খরচের হাত! শ্রীলঙ্কায় গিয়ে যা যা শপিং করেছিলেন নীতা…..পুরো ‘প্যাকড আপ’ একটা প্লেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের সবথেকে ধনী ব্যক্তির স্ত্রী তিনি। তাই স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে যে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) একহাতে যেমন সংসার সামলান, ঠিক তেমনই কর্মক্ষেত্রেও রয়েছে তাঁর অবাধ বিচরণ।

শ্রীলঙ্কায় গিয়ে নীতা আম্বানির (Nita Ambani) শপিং

‘রিলায়ানেন্স ফাউন্ডেশন’-এর চেয়ারপার্সন এবং মুম্বই ইন্ডিয়ান্স-এর কর্ণধার নীতা। তাঁর বিলাসবহুল লাইফ স্টাইল বরাবর অবাক করেছে আমাদের। নীতা আম্বানি (Nita Ambani) সকালে ঘুম থেকে উঠে ৩ লক্ষ টাকা মূল্যের চা পান করেন। তিনি যে চা সেট ব্যবহার করেন তার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা।

Nita Ambani

শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, নিজের ঘর-সংসার সাজাতেও কসুর করেন না নীতা আম্বানি। শোনা যায়, শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে একবার নীতা এক জেট প্লেন(Jet Plain) ভর্তি রান্না ঘরের জিনিসপত্র কিনে এনেছিলেন।  নিজের জেট প্লেনে করেই শ্রীলঙ্কা (Srilanka) গিয়েছিলেন মুকেশ পত্নী।

আরোও পড়ুন : আর নেই চিন্তা! এবার কৃষকদের দুর্দান্ত উপহার দিল RBI, বড় ঘোষণা করলেন গভর্নর

সেখানে জাপানের ১০৬ বছরের পুরনো একটি বিশ্ব বিখ্যাত সংস্থা থেকে কেনেন ২৫ হাজার বাসনপত্র। অনেকেই বলেন, এই বাসনের প্রত্যেকটির গায়ে বসানো রয়েছে  ২২ ক্যারেট সোনা আর প্ল্যাটিনাম।নীতা আম্বানির শৌখিনতার কথাও বহুল চর্চিত সোশ্যাল মিডিয়ায়। হাতঘড়ি নিয়ে বেশ প্যাশন রয়েছে তাঁর। 

IMG 20241206 215759

বুলগারি, র‌্যাডো, গুচ্চি, কেলভিন ক্লেন, ফসিলের মতো বিশ্বের বিখ্যাত সব সংস্থার ঘড়ি রয়েছে নীতা আম্বানির সংগ্রহে। এছাড়াও নীতা আম্বানির কুমীরের চামড়া দিয়ে তৈরি হাতব্যাগ নজরকারে অনেকের। কুমিরের চামড়ার এই হাতব্যাগের দাম ২ কোটি ৬ লক্ষ টাকা। এমনকি  ‘পাদ্রো’, ‘গ্রাসিয়া’-র মতো জগৎবিখ্যাত সংস্থার জুতো রয়েছে নীতা আম্বানির জুতোর তাকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর