নীতা আম্বানির বিরাট উদ্যোগ! বিনামূল্যে চিকিৎসা পাবেন দেশের মহিলা আর শিশুরা

বাংলা হান্ট ডেস্ক : মুকেশ আম্বানি…….নাম তো শুনাই হোগা। এই নাম শোনেনি এমন কোনো ব্যক্তি কিংবা বাচ্চা নেই। বিশ্বের মধ্যে অন্যতম ধনকুবের বলে কথা। সর্বদাই লাইম লাইটে থাকেন। ব্যবসায়িক জগতে ঝড়ের গতিতে নিজের প্রাচীর গড়ে যাচ্ছেন। তবে তিনিই একাই নন, গোটা আম্বানি (Nita Ambani) পরিবার আজ ব্যবসায়িক জগতে সুপ্রতিষ্ঠিত।

নীতা আম্বানির (Nita Ambani) প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী

তবে আম্বানি পরিবারের সবচেয়ে বেশি যিনি নজর কাড়েন তিনি আর কেউ নন নীতা আম্বানি (Nita Ambani) অর্থাৎ মুকেশ আম্বানির অর্ধাঙ্গিনী। বিশেষ করে তাঁর সাজ, পোশাকের জন্যই সর্বদা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। তবে এবার তিনি চর্চায় এসেছেন অন্য কারণে। ভারতবাসীদের সেবা সুশ্রূষার দায়িত্ব নিলেন খোদ নীতা আম্বানি (Nita Ambani)। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশবাসী।

নীতা আম্বানি (Nita Ambani) ঠিক কি করেছেন?

তথ্যসূত্র জানা গিয়েছে সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশনের ১০ বছর পূর্ণ হয়েছে। আর এই সংস্থার চেয়ারপার্সন হচ্ছেন নীতা আম্বানি (Nita Ambani)। নিজের সংস্থার এত বড় দিনে তিনি ভারতের জন্য নিলেন মানবহিতকর উদ্যোগ। মূলত তিনি একটি প্রকল্প তৈরি করার ঘোষণা করেছেন। এই প্রকল্পের হাত ধরে কল্যাণ হবে অসংখ্য শিশু ও নারীদের। মূলত এই প্রকল্পের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে । জানা যাচ্ছে, স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি নতুন হেলথ সেবা প্ল্যানের পরিকল্পনা করেছেন।

নতুন সেবা প্ল্যানের দ্বারা কি কি চিকিৎসা বিনামূল্যে করানো হবে?

জানা যাচ্ছে, নীতা আম্বানির (Nita Ambani) প্রচেষ্টায় সমাজের প্রান্তিক গোষ্ঠীর শিশুদের, বঞ্চিত শিশুদের জন্য বিশেষ ওষুধের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের মধ্যে দিয়ে তিনি নিজের হাতে ৫০ হাজার শিশুর হৃদরোগ চিকিৎসার দায়িত্ব তুলে নিচ্ছেন। পাশাপাশি, হৃদরোগের পরীক্ষা চিকিৎসা সমস্ত কিছুই হবে বিনামূল্যে। একই সাথে ৫০ হাজার মহিলা যারা স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সারে আক্রান্ত তাদেরও চিকিৎসার সুব্যবস্থা দেওয়া হবে। বিশেষ করে মহিলাদের জন্য স্ক্রিনিংয়ের জন্য ব্যবস্থা করছেন নীতা আম্বানি।

আরও পড়ুন : অভিনেত্রী থেকে নেত্রী, অপরাজিতা আঢ্যও এবার রাজনীতিতে! কোন দলে যোগ দিচ্ছেন?

এখানেই শেষ নয়, কিশোরীদের জন্য নিয়েছেন বিরাট উদ্যোগ। ১০ হাজার কিশোরীকে বিনামূল্যে জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। সবমিলিয়ে, অত্যন্ত লাভবান হবেন জনগণেরা। সেই সাথে ভারতের সমস্ত ব্যক্তিদের কাছে তিনি আরও একবার মন জয় করে নেবেন।

Nita Ambani

স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের দশম বর্ষপূর্তিতে উপলক্ষে নীতা আম্বানি জানান, “রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার সুবিধে নিয়ে দশ দশটা বছর পেরিয়ে গেল। ভারতের জন্য একটি উজ্জ্বল স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই দশক উদযাপন করা হয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে এই রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালটিকে বিশ্বমানের করার লক্ষ্যে এগিয়ে চলেছি আমরা। একসঙ্গে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবনকে উন্নত করেছি। অসংখ্য পরিবারকে আশা জোগাতে পেরেছি।”

আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই এই হাসপাতাল আজ বহু শিশু, বহু নারীকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সেইসাথে দিয়েছে পুনর্জীবন। বহু শিশুর হৃদরোগের সমাধান এই হাসপাতাল। এর মাঝে এমন উদ্যোগ নিতে দেখে ভারতীয়রা খুশিতে ডগমগ।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর