৮ কেজি ওজন, দাম ৪০ লক্ষ টাকা! নীতা আম্বানির এই শাড়ি নিয়ে এখনও চর্চা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : আম্বানি পরিবার দেশের অন্যতম এক ধনকুবের পরিবার। এই পরিবারে মহিলাদের কর্তৃত্ব রীতিমতো চোখে পড়ার মতো। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও (Nita Ambani) তাই সবসময় থাকেন ‘খবরের হেডলাইন্স’- এ। সংসারের সাথে সাথে নীতা আম্বানি দেখাশোনা করেন তাদের ব্যবসার। এছাড়াও নীতা আম্বানির ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো জনপ্রিয় নেটিজেনদের মধ্যে।

নীতা আম্বানির বিভিন্ন পোশাক বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে সোশাল মাধ্যমে। প্রতিবার তিনি নিজেকে মেলে ধরেছেন ভিন্ন ভিন্ন রূপে। নীতা আম্বানি মাঝে মধ্যেই শাড়ি (Sharee) পড়েন। একবার নীতা আম্বানির একটি শাড়ি হইচই ফেলে দিয়েছিল চারিদিকে। ৮ কেজি ওজনের এই শাড়িটি পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

২০১৫ সালে রাজ্যসভার প্রাক্তন সাংসদ পরিমল নাথওয়ানির পুত্রের বিয়েতে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন নীতা আম্বানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিলেন। সেই বিয়ের অনুষ্ঠানের সবার মধ্যমণি হয়ে উঠেছিলেন নীতা। বিয়ের অনুষ্ঠানে নীতা আম্বানি গিয়েছিলেন শাড়ি পড়ে। এরই সাথে কানে ছিল দুল ও কপালে ছোট্ট টিপ। নীতা আম্বানির ‘বিবাহ পাট্টু’ নামের এই শাড়িটির দাম ছিল প্রায় ৪০ লক্ষ টাকা।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নজির গড়েছিল এই শাড়িটি। অনেকের মতে নীতা আম্বানির এই শাড়িটি বিশ্বের সবথেকে দামি শাড়ি। নীতা আম্বানির এই শাড়িটি তৈরি হয়েছিল পান্না, পোখরাজ, মুক্তো-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দিয়ে। এই শাড়িটি তৈরি করেছিলেন তামিলনাড়ুর কাঞ্চিপুরমের ৩৫ জন মহিলা কারিগর। চেন্নাই সিল্কসের ডিরেক্টর শিবলিঙ্গম এই শাড়িটির নকশা তৈরি করেন।

Nita Ambani

শাড়ির পাশাপাশি নীতা আম্বানির ব্লাউজও সবার মন কেড়ে নিয়েছিল। অসাধারণ কারুকাজ করা এই ব্লাউজ ছিল চোখে পড়ার মতো। তবে ব্লাউজে শ্রীকৃষ্ণের ছবি ছিল সবার আলোচ্য বিষয়। এই সাজের সঙ্গে নীতাকে সঙ্গ দিয়েছিল তাঁর গলার নেকলেস। ৪০ লক্ষ টাকার শাড়ি এবং শ্রীকৃষ্ণের নকশা আঁকা ব্লাউজ় পরে বিয়েবাড়িতে দারুণ লাগছিল নীতাকে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর