বেসরকারি হচ্ছে SBI, PNB ও ব্যাঙ্ক অফ বরোদা? নিজেদের অবস্থান স্পষ্ট করল নীতি আয়োগ

বাংলাহান্ট ডেস্ক: বেসরকারি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদার (BOB) মতো ব্যাঙ্ক। গত বছর এমনই একটি দাবি ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকী, একই দাবি করে একটি তালিকাও প্রকাশিত হয়েছিল মিডিয়ায়। এ বার এ বিষয়ে মুখ খুলল নীতি আয়োগ (NITI Aayog)। একটি বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা।

গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় ব্যাঙ্কের বেসরকারিকরণের বার্তা দিয়েছিলেন। তখন থেকেই জল্পনার সৃষ্টি হয়, তাহলে কী দেশের সরকারি ব্যাঙ্কগুলি বিক্রি হয়ে যাবে বেসরকারি সংস্থার হাতে? কিছু মিডিয়া ব্যাঙ্কের একটি তালিকা বানিয়ে রিপোর্টও প্রকাশ করে। 

sbi state bank of india reuters 1200

সম্প্রতি নীতি আয়োগ একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ সংক্রান্ত তালিকা মিডিয়ায় প্রকাশিত হয়েছে তা ভুয়ো। সেই তালিকায় কাল্পনিক বার্তা প্রচার করা হচ্ছে। নীতি আয়োগের তরফে এমন কোনও তালিকা প্রকাশিত হয়নি। অর্থাৎ এই ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ সংক্রান্ত তথ্যকে ভুয়ো বলে উড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নীতি আয়োগ।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে হাঁটছিল কেন্দ্র। সে জন্য নীতি আয়োগকে দু’টি সরকারি ব্যাঙ্কের নাম চূড়ান্ত করতে বলা হয়। তার আগে ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে এই ঘোষণা করা হয়। দু’টি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারিকরণের জন্য একটি সাধারণ বিমা সংস্থার নামও নির্বাচন করতে বলা হয় নীতি আয়োগকে।

NITI Aayog

এই বেসরকারিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিল কেন্দ্র। এরই মধ্যে গত ডিসেম্বরে ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়ার মেয়াদ বাড়ায় সরকার। গত ১৯ ডিসেম্বর কেন্দ্র জানায়, সংশ্লিষ্ট বিভাগ এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনার পরেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

nirmala sitharaman fm

এ বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ লোকসভায় একটি লিখিত উত্তর দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট কমিটি। ভারত সরকারের (ব্যবসা লেনদেন) বিধিমালা, ১৯৬১-এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি একটি তালিকা প্রকাশ করে মিডিয়া। সেখানে দাবি করা হয়, তালিকায় থাকা ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করা হবে।

সেই তালিকায় দেশের কয়েকটি বৃহত্তম সরকারি ব্যাঙ্ক ছিল। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা ছিল মিডিয়ার প্রকাশিত তালিকায়। তবে নীতি আয়োগ জানিয়ে দিল, সেই তালিকা সম্পূর্ণ ভুয়ো। এখনও কিছু চূড়ান্ত হয়নি।

Subhraroop

সম্পর্কিত খবর