৯ বছরে ২৫ কোটি! দারিদ্রতা ঘুচছে ভারতবাসীর, প্রকাশ্যে এল নীতি আয়োগের বড়সড় আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বহুমাত্রিক দারিদ্র্য থেকে গত ৯ বছরে মুক্তি পেয়েছেন ২৪.৮২ কোটি মানুষ। নীতি আয়োগের রিপোর্টে সম্প্রতি এমনটাই দাবি করা হল। এই রিপোর্টে বলা হয়েছে, জনসংখ্যা ও দারিদ্রের অনুপাত হ্রাস পেয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও জীবনধারনের মানের নিরিখে। রিপোর্টে দেখা যাচ্ছে বেশ ভালো রকম উন্নতি করেছে বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো দরিদ্র রাজ্যগুলি।

পশ্চিমবঙ্গে বহুমাত্রিক দারিদ্র্য ২১.২৯% থেকে নেমে এসেছে ১১.৮৯ শতাংশে। দেশের ২৯ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ত্রয়োদশ স্থানে। পাশাপাশি এও দেখা গেছে শহর ও গ্রামের মধ্যে দারিদ্র্যের ব্যবধান এখনো বেশ প্রকট আকার ধারণ করে রয়েছে। নীতি আয়োগের পক্ষ থেকে সোমবার এই রিপোর্ট প্রকাশ করে বলা হয়েছে, এই গবেষণায় শুধু আর্থিক দিক নয়, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনধারণের মানের মতো বিভিন্ন দিককে তুলে ধরে হিসেব কষা হয়েছে।

আরোও পড়ুন : কপাল খুলবে SBI গ্রাহকদের! দুর্দান্ত FD স্কিম আনছে ব্যাঙ্ক, মিলবে বিরাট সুদ আর লোনের সুবিধাও

৩টি ক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এই গবেষণার সময়ে। পুষ্টি, নাবালক মৃত্যু, অন্তঃসত্ত্বার স্বাস্থ্য, বিদ্যালয় শিক্ষা, বিদ্যালয়ে উপস্থিতি, রান্নার জ্বালানি, শৌচাগার, পানীয় জল, বাড়ি, বিদ্যুৎ সংযোগ, সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো ১২টি সূচকও রয়েছে এর মধ্যে। এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে ২০০৫-০৬ সাল থেকে ২০২২-২৩ অর্থবর্ষের তথ্যের ভিত্তিতে।

poverty

এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর কেন্দ্রীয় সরকার এটিকে নিয়ে বেশ উৎসাহিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘‘এই রিপোর্ট খুবই উৎসাহজনক। সকলকে নিয়ে অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা প্রমাণ করে। আমরা সার্বিক উন্নয়ন এবং প্রত্যেক ভারতবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ব্যাপারে আগামী দিনেও কাজ করে যাব।’’

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X