বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব-২০ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে (U-20 Asian Wrestling Championship) ভারতের মুখ উজ্জ্বল করলেন নীতিকা সানসানওয়াল (Nitika Sansanwal)। পাঁচ বছর আগে যখন তিনি কুস্তির প্রশিক্ষণ নেওয়া আরম্ভ করেছিলেন তখন তুমি জানতেন না তার ভবিষ্যৎ কি হবে। কোনও ধারণা ছাড়াই কুস্তিগীর হওয়ার প্রশিক্ষণ শুরু করেছিলেন।
এখন ভগিনী নিবেদিতা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ও খাদ্য প্রযুক্তির ছাত্র নীতিকা ৫৯ কেজি বিভাগে, অনূর্ধ্ব-২০ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নেন। এই মাসের প্রথম দিকেই কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২৩ বিভাগে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
তার বাবা একজন সিআরপিএফ অফিসার। এই মুহূর্তে তিনি ছত্তিশগড়ে পোস্টেড। বাবারও ইচ্ছা ছিল কুস্তিতে দেশকে সম্মান এনে দেবেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঘাড়ের চোটের কারণে তাকে কুস্তি ছাড়তে হয়েছিল। এখন নিজের মেয়ের মধ্যে দিয়ে স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন তিনি।
যদিও নীতিকা নিজে তার সাফল্যের কৃতিত্ব অনেকটাই মাকে দিচ্ছেন। তিনি বলেছেন, “যেহেতু আমার বাবা বিভিন্ন রাজ্যে পোস্টেড থাকেন, তাই আমার মা-কেই আমার পাশে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে হয়। তিনি আমাকে দিনে ২ বার স্টেডিয়ামে অনুশীলনের জন্য পৌঁছে দেন এবং তার পাশাপাশি আমার প্রয়োজনীয় খাবারেরও যত্ন নেন। আমাকে সফল দেখার জন্য তিনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন।”
নিজের মা এবং বাবাকে নিজের শক্তিশালী মানসিকতার তৈরির জন্য ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া বীরেন্দ্র দাহিয়া, অর্থাৎ নিজের ছোটবেলার কোচকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে এখানেই শেষ নয়, এখন তার লক্ষ্যে আরও এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য নীতিকা।