“রাস্তা বানাতে না পারলে গোঁফ কেটে দেব!” ধীরুভাইকে চ্যালেঞ্জ করেছিলেন নিতিন গড়করি

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ভারতের রোডম্যান হিসাবে পরিচিত। নিতিন গড়কড়ির সময় দেশে রেকর্ড ব্রেক রাস্তা তৈরি হয়েছে। নিতিন গড়করি দ্রুত সারা দেশে ভালো রাস্তা তৈরি করার সঙ্কল্পে নেমেছেন। ওনার আমলেই দেশে প্রায় 7573 কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করা হয়। বিখ্যাত মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে নিতিন গড়করির আমলে তৈরি হয়। আর এই রাস্তা নির্মাণ নিয়ে একবার নিতিন গড়কড়ি ধীরুভাই আম্বানির সঙ্গে চ্যালেঞ্জ হয়। তিনি ধীরুভাইকে তার গোঁফ কামানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন। আসুন জেনে নিই পুরো ঘটনাটি।

সেই সময় মহারাষ্ট্র এ বিজেপির জোট সরকার ছিল। রাস্তা নির্মাণের জন্য 3600 কোটি টাকার টেন্ডার জমা দিয়েছিলেন ধীরুভাই। তবে নিতিন গড়করি 2,000 কোটি টাকায় রাস্তাটি তৈরি করতে বলেন। সেজন্য মন্ত্রিসভার সহকর্মীরা বলেন, যাদের দরপত্র কম তারা যেন সুযোগ পায়। গড়করি উপমুখ্যমন্ত্রী মুন্ডেকে এ কথা জানান। ধীরুভাই এর দরপত্র বাতিল করতে বলেন। সেই সময় ধীরুভাইয়ের প্রভাব বিশাল। কিন্তু গডকরি, মুখ্যমন্ত্রী যোশী এবং মুন্ডেকে বলেন, “আমার ওপর আস্থা রাখুন, আমি ব্যবস্থা করব।” ফলে মুখ্যমন্ত্রী যোশী সেই টেন্ডার প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে, বালাসাহেব ঠাকরে এবং প্রমোদ মহাজনের সঙ্গে ধীরুভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল। টেন্ডার প্রত্যাখ্যান করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রমোদ মহাজন নীতিন গড়করিকে ধীরুভাইয়ের সঙ্গে দেখা করতে বলেন। পরে অনিল, মুকেশ, ধীরুভাই এবং গডকরি একসঙ্গে দেখা করলে ধীরুভাই নিতিনকে রাস্তা বানানোর কথা জিজ্ঞাসা করলে নিতিন গড়করিকে চ্যালেঞ্জ করেন ধীরুভাই।

তার উত্তরে নিতিন বলেন, “ধীরুভাই, এই রাস্তাটা না বানাতে পারলে আমার গোঁফ কাটবো।” সেই সময় রাজ্যে মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা করেন নীতিন গড়করি। এরপর অনেক কোম্পানির কাছে প্রস্তাব পাঠিয়ে ওই রাস্তার জন্য টাকা পায় সে। মনোহর জোশী, গোপীনাথ মুন্ডের সাহায্যে এবং ইঞ্জিনিয়ার মুঙ্গিরওয়ারের তত্ত্বাবধানে কাজ শুরু হয়। সেই কাজটি 2000 কোটিরও কম টাকায় শেষ করেছিলেন নিতিন গড়করি।


Sayan Das

সম্পর্কিত খবর